চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা প্রসাশনের আয়োজনে আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবস, মাসিক আইন শৃংখলা ও উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ই সেন্টারে রোববার সকালে প্রথমে বিজয় দিবস ও শহীদ বিদ্ধিজীবি দিবসের আলোচনা দিয়ে সভা শুরু হয়। দিবসটি পালনে নানা কর্মসূচি গ্রহনের পর সভা শেষ হয়। তার পরেই শুরু হয় মাসিক আইন শৃংখলা সভা এ সভায় উপজেলার আইন শৃংখলার বিষয়ে আলোচনা হয়। সভায় সামনে নির্বাচন সে কারণে আইন শৃংখলার রক্ষায় ভূমিকা ও কার্যক্রম নিয়ে বিশেষ আলোচনা হয়। মাদক ইভটিজিংসহ সমাজে নানা প্রকার অপরাধ নিয়ন্ত্রনে পদক্ষেপ গ্রহনে প্রস্তাব হয়।
এছাড়াও শব্দ ধোষন নিয়ে দীর্ঘ আলোচনা হয়। বিশেষ করে জমি- জমা সংক্রান্ত মামলা থানায় না নিয়ে ভুমি অফিসের মাধ্যমে সাধানে ব্যাপক আলোচনা হয়। সবশেষে উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন হাজীগঞ্জ নির্বাহী কর্মকর্তা ইবনে আল জায়েদ হোসেন। বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা কমান্ডার আনোয়ার উল্যা পাটোয়ারি, হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খালেকুজ্জামান শামীম, সাধারণ সম্পাদক এনায়েত মজুমদার, হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তানভীর হাছান, সমাজসেবা কর্মকর্তা শাহাদাত হোসেন, হাজীগঞ্জ পাইলট হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আবু সাইদ চৌধুরী, হাজীগঞ্জ থানার উপ পরিদর্শক জয়নার আবেদীন ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান, গোলাম মোস্তফা স্বপন, ইউসুফ প্রধানীয়া সুমন, মজিবুর রহমান, মফিজুর ইসলাম প্রমূখ।
সভায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, প্রসাশনিক কর্মকর্তকসহ অন্যান্য দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Reporter Name 











