১৯৭১ সালে মহান স্বাধীনতা সংগ্রামের এই দিনে ৮ ডিসেম্বর হাজীগঞ্জ উপজেলা মুক্ত দিবস উপলক্ষে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনে আল জায়েদ হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মুক্তিযোদ্ধারা এ জাতির শ্রেষ্ঠ সন্তান। স্বাধীনতা যুদ্ধে তাদের অপরিসীম ত্যাগ, সাহস ও দেশপ্রেমের ফলেই আমরা একটি স্বাধীন ও সার্বভৌম দেশ পেয়েছি; এই ঋণ কোনোদিন শোধ হবার নয় এবং তাদের আত্মত্যাগের কারণেই জাতি চিরকাল তাদের সূর্যসন্তান হিসেবে স্মরণ রাখবে।
এদিন সকালে বিজয় র্যালি বের করা হয়। র্যালিটি মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় থেকে বের হয়ে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের হাজীগঞ্জ বাজার প্রদক্ষিণ করে আলোচনা সভাস্থলে এসে শেষ হয়।
সভায় সভাপতিত্ব করেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীরমুক্তিযোদ্ধা আনোয়ার উল্যাহ্ পাটওয়ারী।
বীরমুক্তিযোদ্ধা মফিজুল ইসলামের উপস্থপনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শাহাদাত হোসেন, পৌর নির্বাহী কর্মকর্তা তোফায়েল আহাম্মদ শেখ, সহকারী প্রকৌশলী মো. মাহবুবর রশিদ, হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খালেকুজ্জামান শামীম, বীরমুক্তিযোদ্ধাদের পক্ষে আলহাজ্ব আনোয়ার হোসেন বতু ও বিএম মহসিন নয়ন প্রমুখ।
উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কার্যালয় আয়োজিত অনুষ্ঠানে অতিথি হিসেবে হাজীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি হাসান মাহমুদ, সাধারণ সম্পাদক এনায়েত মজুমদার, মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচিব বীরমুক্তিযোদ্ধা সুলতান আহমেদ, হারুন অর রশিদ, আমির হোসেন প্রধানীয়া, বশির আহমেদ মজুমদার, সৈয়দ আহম্মদ ও আবুল কালামসহ অন্যান্য মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
নিজস্ব প্রতিনিধি ॥ 



















