বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র চেয়ারপার্সন, সাবেক তিন বারের প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্বার মাগফেরাত কামনায় কচুয়া উপজেলার সহদেবপুর গ্ৰামে দোয়া মাহফিল ও শোকসভা করা হয়েছে।
শুক্রবার দুপুরে পশ্চিম সহদেবপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে শোকসভা ও দোয়া মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় ।
উপজেলা পরিষদের সাবেক ভাই চেয়ারম্যান ও বিএনপি নেতা গোলাম রহমান মোস্তফার সভাপতিত্বে ও ওয়ার্ড যুবদলর সভাপতি মোঃ মুকবুল হোসেনের পরিচালনায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মৃতি স্মরণ করে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সদস্য জাকির হোসেন পাটোয়ারী, বিএনপি নেতা মোখলেছুর রহমান, ইউনিয়ন বিএনপি প্রচার সম্পাদক মামুন হোসেন, উপজেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক বোরহান উদ্দিন, ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক সবুজ হোসেন প্রমুখ।
শোকসভায় বক্তারা খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবন, গণতন্ত্র পুনরুদ্ধারে তার গুরুত্বপূর্ণ ভূমিকা এবং দেশের মানুষের অধিকার রক্ষায় তার ত্যাগ ও অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সহদেবপুর প্রধানিয়া বাড়ির জামে মসজিদের ইমাম মাওলানা মাওলানা আব্দুল বারেক।
Reporter Name 















