কচুয়া উপজেলার বিতারা ইউনিয়নের ৩নং ওয়ার্ড দুর্গাপুর বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে সাবেক তিন বারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার স্মরণে দোয়া মিলাদ মাহফিল ও স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের কার্যালয় উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে দুর্গাপুর উত্তরপাড়া স্থানীয় বিএনপি’র কার্যালয়ে উদ্বোধন শেষে দোয়া ও মিলাদ মাহফিল আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ওয়ার্ড বিএনপির সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে ও ওয়ার্ড যুবদলের সভাপতি আলী আরশাদ ভূঁইয়ার পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন,উপজেলা বিএনপি’র উপদেষ্টা ও বিশিষ্ট শিক্ষানুরাগী ব্যাংকার মো. মামুনুর রশিদ মোল্লা ।
প্রধান অতিথির বক্তব্যে বলেন, সাবেক তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ছিলেন এ দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষার এক আপসহীন নেত্রী। তার নেতৃত্ব ও ত্যাগ বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। আজকের এই দোয়া ও মিলাদ মাহফিলের মাধ্যমে আমরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং তার আদর্শ থেকে শিক্ষা নিয়ে সত্য ও ন্যায়ের পথে চলার অঙ্গীকার করছি।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক আতাউল করিম, সদস্য মাসুদুর রহমান মোল্লা, জামাল হোসেন মোল্লা, বিতারা পূর্ব ইউনিয়ন বিএনপির সভাপতি আনিসুর রহমান, সিনিয়র সহ-সভাপতি আবু তাহের, ওয়ার্ড বিএনপি সহ-সভাপতি বসু প্রধান, সাধারণ সম্পাদক রঈজ উদ্দিন প্রধান, উপজেলা যুবদলের সহকারী সমাজকল্যাণ সম্পাদক আলী আশ্বাদ সিকদার,উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক কামরুজ্জামান কামরুল, বিএনপি নেতা বারেক প্রধান,আব্দুস সালাম, মান্নান মাষ্টার,আছমত আলী, তাজুল ইসলাম, আব্দুল মবিন, ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক আল-আমিন, বিতারা পূর্ব ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জসিম উদ্দিন মানিক, যুগ্ন সাধারণ সম্পাদক কামরুল ইসলাম রাব্বি প্রমুখ।
সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া মিলাদ মাহফিল ও বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের কার্যালয় উদ্বোধনী আয়োজনে সার্বিক সহযোগিতা করেন, জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের নেতা মহসিন প্রধান, রবিউল প্রধান,বিল্লাল হোসেন, নুর ইসলামসহ ওই ওয়ার্ডের প্রবাসী ফোরামের নেতৃবৃন্দরা।
দোয়া মাহফিলে দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয় এবং গণতন্ত্র পুনরুদ্ধারে প্রয়াত নেত্রীর অবদান শ্রদ্ধাভরে স্মরণ বেগম জিয়ার পরিবার ও দেশবাসীকে এই শোক সইবার শক্তি দান করার জন্য মহান রবের দরবারে দোয়া মোনাজাত পরিচালনা করেন, দুর্গাপুর উত্তরপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা সোলাইমান হোসেন।
Reporter Name 














