মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর সহধর্মিণী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপাসন বেগম খালেদা জিয়ার স্মরণে কচুয়া বড় মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে ।
গতকাল শনিবার বাদ আসর নামাজ পর উপজেলা ও পৌর বিএনপির যৌথ আয়োজনে শোকসভা ও দোয়া মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া ও মিলাদ মাহফিলে সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড.আনম এহছানুল হক মিলন, উপজেলা বিএনপি প্রধান সমন্বয়ক শাহজালাল প্রধান জালাল, উপজেলা বিএনপির সভাপতি মোঃ খায়রুল আবেদীন স্বপন, সাবেক মেয়র হুমায়ুন কবির, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আলম মৃধা,পৌর বিএনপির সভাপতি মোঃ বিল্লাল হোসেন মজুমদার, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সেলিম পাটোয়ারী, বিএনপি নেতা ও কচুয়া বাজার পরিচালনা কমিটির সভাপতি মোঃ তরিকুল ইসলাম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর কমিশনার, উপজেলা ছাত্রদলের সভাপতি মোঃ ইসমাইল হোসেন আবেগ, সহ-সভাপতি কামরুল ইসলাম, পৌর ছাত্রদলের সভাপতি জাহিদুল ইসলাম শরিফসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে সংক্ষিপ্ত আলোচনা সভায় বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, গণতন্ত্র রক্ষা এবং দেশের উন্নয়নে তাঁর অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। বক্তারা বলেন, গণতন্ত্র ও সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় তিনি আজীবন আপসহীন সংগ্রাম করে গেছেন, যা দেশের রাজনৈতিক ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।
আলোচনা সভা শেষে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। একই সঙ্গে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়।
দোয়া মিলাদ মাহফিলে আয়োজনে সার্বিক সহযোগিতা করেন, কচুয়া বাজার পরিচালনা কমিটির সভাপতি ও বিএনপি নেতা মোঃ তরিকুল ইসলাম।
কচুয়া প্রতিনিধি: 




















