কচুয়ায় জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও সম্মাননা ,সার্টিফিকেট প্রদান অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ আয়োজনে দিবসটি যথাযথ মর্যাদায় পালিত হয়।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ নাহিদ ইসলামের সভাপতিত্বে ও একাডেমি সুপারভাইজার একেএম সোহেল রানার পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কচুয়া থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ বোরহান উদ্দিন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন,কচুয়া প্রেসক্লাবের সভাপতি আতাউল করিম, সাধারণ সম্পাদক এমদাদ উল্যাহ প্রমুখ।
ছাড়াও বক্তব্য রাখেন,কচুয়া উপজেলার বিভিন্ন স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন, সাংস্কৃতিক সংগঠন, ফাউন্ডেশন ও এতিমখানার দায়িত্বশীল লোকজন।
কচুয়া উপজেলার শ্রেষ্ঠ ৭০ টি সংগঠন ও সমাজসেবীদের সম্মাননা প্রদান করা হয়। এর মধ্যে শ্রেষ্ঠ মানবিক স্বেচ্ছাসেবক, অনগ্রসর জনগোষ্ঠীর শিক্ষার্থী, প্রতিবন্ধী ব্যক্তি, প্রতিবন্ধী শিক্ষার্থী, সমাজসেবায় বিশেষ অবদান রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠান এবং আত্মমানবতার সেবায় কচুয়ার শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবী সংগঠনকে পুরস্কৃত করা হয়।
এছাড়া আত্মমানবতার সেবায় কচুয়ার শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবী সংগঠন–২০২৫ নির্বাচনে সামাজিক আন্দোলন, সাংগঠনিক কর্মকাণ্ড ও টেকসই কার্যক্রমে অবদানের ভিত্তিতে বিভিন্ন সংগঠনকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সমাজসেবী, স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। শেষে সম্মাননাপ্রাপ্তদের হাতে সার্টিফিকেট তুলে দেওয়া হয় এবং সমাজকল্যাণমূলক কার্যক্রম আরও বিস্তৃত করার আহ্বান জানানো হয়।
সমাজসেবা দিবস উপলক্ষ্যে প্রশাসনের কর্মকর্তা, কর্মচারী, জনপ্রতিনিধি, সমাজসেবী, স্বেচ্ছাসেবী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে গ্রুপ অব কোম্পানি মনপুরা গ্রুপের পক্ষ থেকে টি-শার্ট উপহার দেন মনপুরা গ্রুপের চেয়ারম্যান ও বিশিষ্ট শিল্পপতি মোঃ আনোয়ার হোসেন।
ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া: 




















