কচুয়ায় পৃথক মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে উপজেলার আশ্রাফপুর ইউনিয়নের চাঙ্গিনী কৃষিজমির টপ সয়েল কাটার অপরাধে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা ও একই দিনে কচুয়া বাজারে নির্ধারিত মূল্যের অতিরিক্ত মূল্যে এলপিজি সিলেন্ডার বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১০ জরিমানা করা হয়েছে।
সোমবার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আবু নাছির নেতৃত্বে এ মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযানকালে কচুয়া থানা পুলিশ ও আশ্রাফপুর ইউনিয়ন ভূমি অফিসের নায়েব উপস্থিত ছিলেন।
উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ আবু নাছির জানান,কচুয়া বাজারে নির্ধারিত মূল্যের অতিরিক্ত মূল্যে এলপিজি সিলেন্ডার বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
একই দিনে উপজেলার আশ্রাফপুর ইউনিয়নের চাঙ্গিনী গ্রামে ভেকু ব্যবহার করে ফসলী জমি নষ্ট করে অবৈধ উপায়ে মাটি কাটার দায়ে ১ ব্যক্তিকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী ৫০ হাজার টাকা করা হয়।
এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
উল্লেখ্য, টপ সয়েল কাটার ফলে উর্বর কৃষিজমির উৎপাদনক্ষমতা নষ্ট হয় এবং পরিবেশের ভারসাম্য মারাত্মকভাবে বিঘ্নিত হয়।
ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া ॥ 





















