বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কচুয়া উপজেলা শাখার সিদ্ধান্ত মোতাবেক সংগঠনের গতিশীলতা ও ধারাবাহিকতা রাখার স্বার্থে বর্তমান কমিটির সহ-সভাপতি আব্দুল কাহার আহমেদ মজুমদার সিনিয়র সহ-সভাপতি ও যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন পাটোয়ারীকে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে । সোমবার (৫ জানুয়ারি) উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সম্রাট রইশ উদ্দিন চৌধুরী স্বাক্ষরিত উপজেলা ছাত্রদলের প্যাডে উপজেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি ও সিনিয়র যুগ্ম-সাধারন সম্পাদক পদ শূন্য থাকায় তাদেরকে দায়িত্ব অর্পন করা হয়। কমিটি ঘোষণার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে কমিটিকে শুভেচ্ছা জানিয়ে বার্তা দেয়াসহ আশা-প্রত্যাশার কথা তুলে ধরেন দলীয় নেতাকর্মীরা।
কচুয়া উপজেলা ছাত্রদলের নেতা-কর্মীরা জানান, বিগত ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার আমলে আন্দোলন সংগ্রামে দলের জন্য অগ্রনী ভূমিকা রাখছেন, আব্দুল কাহার আহমেদ মজুমদার ও দেলোয়ার হোসেন পাটওয়ারী। আগামীতে কচুয়া উপজেলা ছাত্রদলকে সাংগঠনিক ভাবে আরো শক্তিশালী করবে। আমরা তাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।
এদিকে নবনির্বাচিত সিনিয়র সহ-সভাপতি আব্দুল কাহার আহমেদ মজুমদার ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন পাটোয়ারী পক্ষ থেকে সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও কচুয়া বিএনপির অভিভাবক ড. আনম এহছানুল হক মিলন ও কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী সদস্য ও মহিলা দলের সিনিয়র সহ-সভানেত্রী নাজমুন নাহার বেবী, উপজেলা বিএনপির সভাপতি মোঃ খায়রুল আবেদীন স্বপন, সাধারণ সম্পাদক মাসুদ এলাহী সুভাষ, উপজেলা ছাত্রদলের প্রধান সমন্বয়ক ইসমাইল হোসেন আবেগসহ বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ’র প্রতি কৃতজ্ঞ জানান।
ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া ॥ 




















