কচুয়ায় ৫৪তম জাতীয় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার ও সনদ বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ জানুয়ারী) বিকালে হযরত শাহ নেয়ামত শাহ উচ্চ বিদ্যালয় মাঠে কচুয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নিবার্হী কর্মকর্তা ইউএনও মোঃ মাহমুদুল হাসান রাসেল।উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আলী আশ্রাফ খানের সভাপতিত্বে ও একাডেমি সুপার ভাইজার একেএম সোহেল রানার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ আবু নাছির, কচুয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ বোরহান উদ্দিন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন,আশেক আলী খান স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ মিজানুর রহমান, চাঁদপুর এমএ খালেক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ মোশারফ হোসেন,বিতারা ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মনির হোসেন,কচুয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বাছির উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ ইলিয়াছ মিয়া, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলাউদ্দিন সোহাগ,সাবেক সভাপতি মোঃ রফিকুল ইসলাম,রহিমানাগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল হোসেন পাটোয়ারী প্রমুখ।
এসময় উপজেলার বিভিন্ন কলেজ, মাদ্রাসা ও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকগন উপস্থিত ছিলেন
উল্লেখ্য, দেশের খেলাধুলার ইতিহাসে শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ ওঐতিহ্যমণ্ডিত। অংশগ্রহণকারীর দিক থেকেও এটি দেশের সর্ববৃহৎ জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা। বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের শারীরিক শিক্ষা বিভাগের সার্বিক তত্ত্বাবধানে প্রতি বছর দেশব্যাপী শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দেশের সকল স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ও ছাত্রীরা এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া: 





















