ঢাকা ০৫:১১ অপরাহ্ন, শুক্রবার, ০৯ জানুয়ারী ২০২৬, ২৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

কচুয়ায় কয়েক ঘন্টার ব্যবধানে স্বামী স্ত্রীর মৃত্যু : এলাকায় শোকের মাতম

চাঁদপুরের কচুয়া উপজেলার কাদলা ইউনিয়নের মনপুরা গ্রামে ১১ ঘণ্টার ব্যবধানে স্বামী ও স্ত্রীর মৃত্যুতে এক হৃদয়বিদারক ঘটনা ঘটে। মনপুরা পশ্চিম পাড়া ‘কাদির খলিফা বাড়িতে’ এখন শোকের মাতম চলছে।

বৃহস্পতিবার ভোর ৫টায় দেলোয়ার হোসেনের বাবা মনপুরা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী জাফর মিয়া (৬২) বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন। এক‌ই দিনে বিকাল স্ত্রী হাফেজা বেগম (৫৭) তার স্বামীর শোকে ১১ ঘন্টা ব্যবধানে মারা যান।

পারিবারিক সূত্রে জানা যায়, মরহুম জাফর মিয়াকে বাদ জোহর যথাযোগ্য মর্যাদায় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। দাফন সম্পন্ন করার রেশ কাটতে না কাটতেই বিকেলে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন জাফর মিয়ার স্ত্রী হাফেজা বেগম (৫৭)। পরিস্থিতির অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকায় নেওয়ার সিদ্ধান্ত হয়। ঢাকা নেওয়ার পথেমধ্যে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত এই দম্পতি মৃত্যুকালে ২ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে যান। কয়েক ঘণ্টার ব্যবধানে বাবা ও মা উভয়কে হারিয়ে সন্তানেরা এখন দিশেহারা।

স্থানীয় ইউপি সদস্য ইকবাল হোসেন জানান, দম্পতিটির মধ্যে দীর্ঘ দিন গভীর বন্ধন ছিল, যা তাদের এমন সমান্তরাল মৃত্যুতে ফুটে উঠেছে। কয়েক ঘণ্টার ব্যবধানে বাবা ও মা উভয়কে হারিয়ে সন্তানরা এখন দিশেহারা।

একই দিনে বাবা-মায়ের এমন মৃত্যুতে মনপুরা গ্রামসহ পুরো উপজেলায় শোকের ছায়া নেমে এসেছে। খবর পেয়ে আত্মীয়-স্বজন ও প্রতিবেশীরা কাদির খলিফা বাড়িতে ভিড় করছেন শোকসন্তপ্ত পরিবারটিকে সান্ত্বনা দিতে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

চর্যাপদ সাহিত্য একাডেমির শিক্ষাবৃত্তি পেলো দুই শিক্ষার্থী

কচুয়ায় কয়েক ঘন্টার ব্যবধানে স্বামী স্ত্রীর মৃত্যু : এলাকায় শোকের মাতম

Update Time : ০৯:০৩:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬

চাঁদপুরের কচুয়া উপজেলার কাদলা ইউনিয়নের মনপুরা গ্রামে ১১ ঘণ্টার ব্যবধানে স্বামী ও স্ত্রীর মৃত্যুতে এক হৃদয়বিদারক ঘটনা ঘটে। মনপুরা পশ্চিম পাড়া ‘কাদির খলিফা বাড়িতে’ এখন শোকের মাতম চলছে।

বৃহস্পতিবার ভোর ৫টায় দেলোয়ার হোসেনের বাবা মনপুরা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী জাফর মিয়া (৬২) বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন। এক‌ই দিনে বিকাল স্ত্রী হাফেজা বেগম (৫৭) তার স্বামীর শোকে ১১ ঘন্টা ব্যবধানে মারা যান।

পারিবারিক সূত্রে জানা যায়, মরহুম জাফর মিয়াকে বাদ জোহর যথাযোগ্য মর্যাদায় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। দাফন সম্পন্ন করার রেশ কাটতে না কাটতেই বিকেলে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন জাফর মিয়ার স্ত্রী হাফেজা বেগম (৫৭)। পরিস্থিতির অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকায় নেওয়ার সিদ্ধান্ত হয়। ঢাকা নেওয়ার পথেমধ্যে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত এই দম্পতি মৃত্যুকালে ২ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে যান। কয়েক ঘণ্টার ব্যবধানে বাবা ও মা উভয়কে হারিয়ে সন্তানেরা এখন দিশেহারা।

স্থানীয় ইউপি সদস্য ইকবাল হোসেন জানান, দম্পতিটির মধ্যে দীর্ঘ দিন গভীর বন্ধন ছিল, যা তাদের এমন সমান্তরাল মৃত্যুতে ফুটে উঠেছে। কয়েক ঘণ্টার ব্যবধানে বাবা ও মা উভয়কে হারিয়ে সন্তানরা এখন দিশেহারা।

একই দিনে বাবা-মায়ের এমন মৃত্যুতে মনপুরা গ্রামসহ পুরো উপজেলায় শোকের ছায়া নেমে এসেছে। খবর পেয়ে আত্মীয়-স্বজন ও প্রতিবেশীরা কাদির খলিফা বাড়িতে ভিড় করছেন শোকসন্তপ্ত পরিবারটিকে সান্ত্বনা দিতে।