শিরোনাম:
কচুয়ায় বিউটিশিয়ানকে তুলে নিয়ে শাহ নেয়ামত শাহ উচ্চ বিদ্যালয়ের শ্রেণি কক্ষে ধর্ষণ, যুবক গ্রেপ্তার কচুয়ায় যৌথ বাহিনীর অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার কচুয়ায় বিষপানে ৩ সন্তানের জননীর আত্মহত্যা হাজীগঞ্জে তারুণ্যের উৎসব ক্রিকেটে চ্যাম্পিয়ন হাটিলা পশ্চিম ও ভলিবলে গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়ন বড়কুল পূর্ব ইউনিয়নের আইডিয়াল ক্লাব ও পাঠাগারের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ আ‘লীগ নেতার বাড়ীতে গোপন বৈঠক, গ্রে ফ তা র ৮ হাজীগঞ্জে ফুটবল ও কাবাডিতে চ্যাম্পিয়ন পৌরসভা, ব্যাডমিন্টনে কালচোঁ উত্তর ইউনিয়ন আগামী সাত দিনের মধ্যে সকল রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার হাজীগঞ্জে ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু আমেরিকার স্বর্ণযুগ শুরু হয়েছে শপথ নিয়ে প্রথম ভাষণে বললেন ট্রাম্প

শাহরাস্তিতে অবৈধভাবে জমি দখলের চেষ্টা

ত্রিনদী অনলাইন
ত্রিনদী অনলাইন
আপডেটঃ : শুক্রবার, ২৮ অক্টোবর, ২০২২

মোঃ হাবিবুর রহমান ভূঁইয়াঃ

শাহরাস্তি বিএস খতিয়ান করে জমি দখলের চেষ্টা বিএস সংশোধনের জন্য বিজ্ঞ যুগ্ম জেলা জজ আদালত চাঁদপুরে নিজাম উদ্দিন গঙ্গের বিরুদ্ধে মোকদ্দমা রুজু করা হয়েছে।

ঘটনার বিবরণী জানাযায়, শাহারাস্তি উপজেলার (সলেঙ্গা ৪৪৪ মৌজা হালে ১৫৬ মৌজা) চিতোষী পূর্ব ইউনিয়নের সালেঙ্গা গ্রামের মৃত আব্দুল হাদীর ছেলে মোঃ শাহ আলম এই প্রতিনিধিকে জানান তিনি পুলিশ কনস্টেবলে চাকুরি করতেন। তার বাবা ছিলেন নিরক্ষর তিনি জমি জমার কিছুই বুঝতেন না এই সুবাদে অভিযুক্ত নিজামুদ্দিন গংরা নিম্নে বর্ণিত জমিগুলো বিএস খতিয়ান করে নেয়।

সলেঙ্গা নিবাসী মরহুম ইব্রাহিম সিএস ৩, ৬, ৯, ১০ নং খতিয়ানে২৬.৮৫ একর ভূমির হিস্যা ৪ আনা অংশে ৫.৭২ একর ভূমিতে মালিক থাকিয়া দুই পুত্র আব্দুল আজিজ ও আব্দুল মজিদের নিকট ১৪/০৯/১৯২০ইং ১৪৮৪ নং সাব কবলা দলিল মূলে ৭৫ শতক বিক্রি করে। অপরপুত্র শামসুল হককে ১৫/০২/১৯২২ ইং সনে দানপত্র দলিল মূলে ৩৮ শতক জমিন দান করেন।সি এস মালিক ইব্রাহীমের বিক্রয় ও বিক্রি বাদ৪৫৯ শতকআঃ আজিজ ও জুলেখা মালিক হন। শাহআলমের

দাদা মোঃ আঃ আজিজের একমাত্র পুত্র আবদুল হাদীকে ওয়ারীশ রাখিয়া মৃর্ত্যু বরন করেন। আঃ হাদীর ফুফাতো ভাই মোঃ মিয়া হতে ৩১.৫০ শতক খরিদ করেন।ফুফাতো ভাই মোঃ মিয়া বাদ বাকী অংশ মৌখিকভাবে দান করেন।

শাহআলম চাকুরি রত থাকাকালীন বি এস জরিপের সময় তিনি ছিলেন না। ওই সময় তার বড় ভাই (অবসর প্রাপ্ত পুলিশ) আবুল কাসেম অসুস্থ্য ও তার আর এক ভাই আবুল কালাম পি. ডাব্লিউ.ডিতে চাকুরী রতাবস্থায় মারা যায়। তারা না থাকার কারনে ভূমিদস্যু চক্রের লোকজন শাহ আলম গংদের সম্পত্তি নিজেদের নামে বি এস খতিয়ান করে নেয়। বি এস খতিয়ান সংশোধনের জন্য দেওয়ানী মামলা রুজু করেন শাহআলম গং।

মামলা চলমান অবস্থায় ওই চক্রের সদস্য রিপন পাটোয়ারী, শিপন আহম্মেদ, ওয়ালিউল্যাহ, ওমর ফারুক, সাদ্দাম হোসেন, মানিক মিয়া, সাইফুল ইসলাম সহ আরো কতেক লোক নিয়ে গত ২১/১০/২০২২ইং শুক্রবার সকাল ৯টার দিকে শাহ আলম গং তাদের নিজ জমিতে হাল চাষ করতে গেলে উপরোল্লিখিত ব্যক্তি গন শাহআলমের ভাই সহ পরিবারের সবাইকে ভয়ভীতি জমি দখল সহ হত্যার হুমকী প্রদান করেছে বলে জানান মামলার বাদী শাহআলম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ

ফেসবুক

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১