বিশেষ প্রতিনিধি:
চাঁদপুরের হাজীগঞ্জে ১৬ কেজি গাঁজাসহ এক মাদককারবারীকে আটক করেছে পুলিশ।
বুধবার (২ নভেম্বর) বিকেলে কমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের টোরাগড় এলাকায় বোগদাদ বাসে তল্লাশি চালিয়ে চাঁদপুরগামী একটি সিএনজিতে তল্লাশি চালিয়ে ১৬(ষোল) কেজি গাঁজা সহ মোঃ শহিদুল ইসলাম (২১)কে আটক করে।
আটক শহীদুল কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার গোলপাসা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বাবুচি গ্রামের হিরো মিয়ার ছেলে।
এ ব্যাপারে হাজীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে হাজীগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জোবাইর সৈয়দ বলেন, আটক মাদককারবারী শহিদুলের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। আমাদের নিয়মিত তল্লাশি অভিযান অব্যাহত আছে।
Reporter Name 




















