কচুয়া প্রতিনিধিঃ
সবাইকে কাঁদিয়ে দুনিয়া থেকে চলে গেলেন, কচুয়া উপজেলার বাতাবাড়িয়া নুরুল আজাদ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ সেলিম মিয়া (৫২) (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বৃহস্পতিবার ( ২৫ নভেম্বর) রাত ১ টার দিকে কচুয়া পৌরসভার কড়ইয়া গ্ৰামের নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মরহুম সেলিম মিয়া দীর্ঘদিন ধরে কিডনি জনিত রোগে আক্রান্ত ছিলেন। তিনি ওই গ্রামের আব্দুল মতিন মিয়া ছেলে।
মৃত্যুকালে তিনি স্ত্রী,২ পুত্র ও ১ কন্যা, বাবা -মাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
শুক্রবার বাদ জুমার নামাজের পরে বাতাবাড়িয়া নুরুল আজাদ কলেজ মাঠে প্রথম ও আসর নামাজ পড়ে নিজ বাড়িতে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
বাতাবাড়িয়া নুরুল আজাদ কলেজ মাঠে প্রথম জানাজার আগে মরহুমের স্মৃতি স্মরণ করে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগের অস্ট্রেলিয়া সিডনি শাখার সাধারণ সম্পাদক ফয়সাল আজাদ রুবেল,পালাখাল রোস্তম আলী ডিগ্ৰি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ নজরুল ইসলাম, কলেজের সহকারি অধ্যাপক মোস্তফা কামাল,ফরহাদ হোসেন তালুকদার, মনপুরা বাতাবাড়িয়া জাফর আলী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ইব্রাহিম খলিল, বাতাবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ুন কবির,বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম মাস্টার,ইউপি সদস্য কাউছার আহমেদ প্রধান, বিশিষ্ট সমাজসেবক আব্দুল মান্নান মজুমদার, বিশিষ্ট ব্যবসায়ী জহিরুল ইসলাম প্রধানসহ আরো অনেকে।
এদিকে মরহুমের মৃত্যুতে কচুয়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক ও সর্বজন শ্রদ্ধেয় লোকজন গভীর শোক প্রকাশ করেছেন ।