মতলব উত্তর উপজেলার পাঠান বাজার শেখ রাসেল ক্রীড়া সংঘের উদ্যোগে ঈদ উপহার বিতরণ হয়েছে। ১৫ এপ্রিল (২৩ রমজান) সকাল ১০টায় পাঠান বাজার আবেদিয়া হাই স্কুল মাঠ ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, শেখ রাসেল ক্রীড়া সংঘের প্রতিষ্ঠাতা ও সাবেক ছাত্রলীগ নেতা মাহবুবুর রহমান মাসুদ।
অনুষ্ঠান উদ্বোধন করেন, শেখ রাসেল ক্রীড়া সংঘের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মুন্সি মোজাম্মেল হক মিলন।
প্রধান অতিথি ছিলেন, শেখ রাসেল ক্রীড়া সংঘের প্রধান উপদেষ্টা ও বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব আশরাফ উদ্দিন সরকার।
সঞ্চালনা করেন, শেখ রাসেল ক্রীড়া সংঘের উপদেষ্টা উপ-পরিদর্শক সদস্য (উপ-পরিদর্শক) মো. জিসান আহম্মেদ ও মো. আবু বকর সিদ্দিক।
সার্বিক সহযোগিতায় ছিলেন, শেখ রাসেল ক্রীড়া সংঘের সভাপতি রিয়াজ উদ্দিন রবিন ও সাধারণ সম্পাদক সজিব প্রধান।
বিশেষ অতিথির বক্তব্য দেন, শেখ রাসেল ক্রীড়া সংঘের উপদেষ্টা মো. বজলুল হক মাষ্টার, বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন প্রধান, মো. দেলোয়ার হোসেন, মো. রবিউল্লাহ সরকার, আবদুল কাদির সিকদার, আবদুস সাত্তার, অলিউল্লাহ প্রধান প্রমুখ।
অসহায় মানুষের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নেওয়ার জন্য বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়েছেন মাহবুবুর রহমান মাসুদ তিনি বলেন, ঈদ উপলক্ষে গরিব অসহায়দের সহযোগিতা করার জন্য পবিত্র কোরআন ও হাদিসে নির্দেশ দেওয়া হয়েছে। দুস্থ মানুষের প্রতি সহযোগিতার হাত বাড়ালে ঈদের আনন্দ পূর্ণতা পায়।
তিনি বলেন, দীর্ঘ একটি মাস রোজা রেখে আত্মশুদ্ধি পর পবিত্র ঈদুল ফিতর আমাদের মাঝে খুশির বার্তা নিয়ে আসে। কিন্তু ঈদ মানেই সবার জন্য খুশি নয়। আমাদের সমাজে সবাই আত্মতৃপ্তির সঙ্গে ঈদ পালন করতে পারেন না। কারণ আল্লাহ সবাইকে একইরকম সম্পদশালী হিসেবে সমাজে প্রতিষ্ঠিত করেনা। সমাজের অসহায়, গরিব ও দুঃস্থ মানুষ গুলো যেনো ঈদের আনন্দ থেকে বঞ্চিত হতে না পারে তাই সবাইকে নিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। এবছর আমরা এ অসহায় পরিবারে ঈদের আনন্দ বিলিয়ে দিতে সক্ষম হয়েছি ভবিষ্যতে ইনশাআল্লাহ আরো বেশি মানুষের মুখে এই হাসিটা ফোটানোর চেষ্টা করবো।