মনিরুল ইসলাম মনির
এম. ইসফাক আহসান সিআইপি বলেছেন, ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ার মূল চাবিকাঠি হবে ডিজিটাল সংযোগ। স্মার্ট নাগরিক, স্মার্ট অর্থনীতি, স্মার্ট সরকার, স্মার্ট সমাজের জন্য ডিজিটাল সংযোগ মূল ভিত্তি হিসেবে কাজ করবে।
বৃহস্পতিবার (১৫ জুন ) বিকেলে মতলব উত্তর উপজেলার পাঁচানী চৌরাস্তা বাজার সংলগ্ন কিন্ডার গার্টেন মাঠে কলাকান্দা ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ার লক্ষ্যে আলোচনা সভায় বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য বিশিষ্ট ব্যবসায়ী এম. ইসফাক আহসান সিআইপি এ কথা বলেন।
এম. ইসফাক আহসান সিআইপি বলেন, ডিজিটাল বাংলাদেশ এখন একটি বাস্তবতা। স্মার্ট বাংলাদেশ ও স্মার্ট জাতি গঠনই আমাদের পরবর্তী লক্ষ্য। স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্য পূরণে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারের কোনো বিকল্প নেই।
১
৭ জুলাই ছেংগারচর পৌরসভা নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আরিফ উল্যাহ সরকারকে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান তিনি।
এম. ইসফাক আহসান সিআইপি আরও বলেন, বুদ্ধিমত্তা, ইন্টারনেট, ভার্চ্যুয়াল বাস্তবতা, উদ্দীপিত বাস্তবতা, রোবোটিকস, বিগ ডেটার মতো ডিজিটাল প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতের মাধ্যমে তাঁর সরকার বাংলাদেশকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে চায়। শিল্পাঞ্চলে ফাইভ-জি সেবা নিশ্চিত করা হবে।
ডিজিটালাইজেশনে বাংলাদেশে বিপ্লব ঘটে গেছে উল্লেখ করে এম. ইসফাক আহসান সিআইপি বলেন, তরুণ প্রজন্ম এখন ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ার স্বপ্ন দেখছে।
মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সহ- সভাপতি মোঃ রফিকুর ইসলাম মাষ্টারের সভাপতিত্বে ও কলাকান্দা ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলাম শ্যামলের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা মো. মনির হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও গজরা ইউপি চেয়ারম্যান শহীদ উল্লাহ প্রধান, উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক নুরুল আমিন বোরহান, উপজেলা যুবলীগের সভাপতি দেওয়ান মো. জহির, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক জিএম ফারুক, জেলা মহিলা লীগের সদস্য সাবিনা ইয়াসমিন স্বপ্না, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মিরাজ খালেদ, জেলা জজ কোর্টের এপিপি অ্যাড. জসিম উদ্দিন, নাউরী আদর্শ ডিগ্রি কলেজের প্রভাষক মেহেদী মাসুদ, কলাকান্দা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম কাদির মোল্লা, কলাকান্দা ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক মনির হোসেন ছৈয়াল, মোহনপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন জয়, ফতেপুর পশ্চিম ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার প্রমুখ।
পরে পাঁচানী চৌরাস্তা বাজারে এম. ইসফাক আহসান সিআইপি গণসংযোগ করেন।