ঢাকা 2:07 am, Sunday, 14 September 2025

মতলব উত্তরে দখলদার ইসরাইল আগ্রাসন এর বিরুদ্ধে, ফিলিস্তানি স্বাধীনতাকামীর পক্ষে বিক্ষোভ মিছিল

  • Reporter Name
  • Update Time : 10:32:40 pm, Saturday, 21 October 2023
  • 32 Time View

ছবি-ত্রিনদী

গাঁজায় ফিলিস্তিনি জনগণের ওপর ইসরায়েলের আগ্রাসনের প্রতিবাদে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল দারুল উলূম কাসিমিয়া ইসলামিয়া মাদরাসার উদ্যোগে দখলদার ইসরাইল আগ্রাসন এর বিরুদ্ধে, ফিলিস্তানি স্বাধীনতাকামীর পক্ষে বিক্ষোভ সমাবেশ ও মিছিল হয়েছে।

শুক্রবার (২০) অক্টোবর) জুম্মার নামাজের পর ষাটনল দারুল উলূম কাসিমিয়া ইসলামিয়া মাদরাসার আয়োজনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি ষাটনল ইউনিয়নের আবু মার্কেট থেকে বের হয়ে বিভিন্ন সড়ক পদক্ষিণ করে পুনরায় আবু মার্কেট এসেছে শেষ হয়।

বিক্ষোভ সমাবেশে ষাটনল দারুল উলূম কাসিমিয়া ইসলামিয়া মাদরাসার মুহতামিম মাওলানা শাহ্জালালের সভাপতিত্বে বক্তব্য রাখেন, মুফতি আবদুর রহমান, মাওলানা হাবিবুর রহমান, মাওলানা নোমান আহমদ প্রমুখ।
পরে মুফতি আমিনুল ইসলামের দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। বিক্ষোভ মিছিলে ষাটনল ইউনিয়নের বিভিন্ন মসজিদের ইমাম ও সাধারণ মুসল্লীগণ উপস্থিত ছিলেন

এসময় বক্তারা বলেন, ফিলিস্তিনে আমাদের মুসলমান ভাই-বোনেরা রক্তে রঞ্জিত হচ্ছেন। মুসলমানদের ব্যথায় ব্যথিত হয়ে আমরা রাস্তায় নেমেছি। দখলদার ইহুদি সাম্রাজ্য অন্যায়ভাবে অবিচার করে চলেছে। আমরা মুসলমান হয়ে ঘরে বসে থাকতে পারি না। ফিলিস্তিনের নিরীহ মানুষের ওপর ইসরায়েলের আগ্রাসন ও নৃশংস হত্যার বিরুদ্ধে সারা বিশ্বের মুসলমানদের রুখে দাঁড়াতে হবে। পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দিতে হবে অত্যাচারী দখলদারদের।

সমাবেশ শেষে নির্যাতিত ও হামলায় নিহত মুসলিমদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

সহকারী নির্বাহী প্রকৌশলী লিয়াকত আলী মজুমদারের অবসরোত্তর বিদায় সংবর্ধনা

মতলব উত্তরে দখলদার ইসরাইল আগ্রাসন এর বিরুদ্ধে, ফিলিস্তানি স্বাধীনতাকামীর পক্ষে বিক্ষোভ মিছিল

Update Time : 10:32:40 pm, Saturday, 21 October 2023

গাঁজায় ফিলিস্তিনি জনগণের ওপর ইসরায়েলের আগ্রাসনের প্রতিবাদে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল দারুল উলূম কাসিমিয়া ইসলামিয়া মাদরাসার উদ্যোগে দখলদার ইসরাইল আগ্রাসন এর বিরুদ্ধে, ফিলিস্তানি স্বাধীনতাকামীর পক্ষে বিক্ষোভ সমাবেশ ও মিছিল হয়েছে।

শুক্রবার (২০) অক্টোবর) জুম্মার নামাজের পর ষাটনল দারুল উলূম কাসিমিয়া ইসলামিয়া মাদরাসার আয়োজনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি ষাটনল ইউনিয়নের আবু মার্কেট থেকে বের হয়ে বিভিন্ন সড়ক পদক্ষিণ করে পুনরায় আবু মার্কেট এসেছে শেষ হয়।

বিক্ষোভ সমাবেশে ষাটনল দারুল উলূম কাসিমিয়া ইসলামিয়া মাদরাসার মুহতামিম মাওলানা শাহ্জালালের সভাপতিত্বে বক্তব্য রাখেন, মুফতি আবদুর রহমান, মাওলানা হাবিবুর রহমান, মাওলানা নোমান আহমদ প্রমুখ।
পরে মুফতি আমিনুল ইসলামের দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। বিক্ষোভ মিছিলে ষাটনল ইউনিয়নের বিভিন্ন মসজিদের ইমাম ও সাধারণ মুসল্লীগণ উপস্থিত ছিলেন

এসময় বক্তারা বলেন, ফিলিস্তিনে আমাদের মুসলমান ভাই-বোনেরা রক্তে রঞ্জিত হচ্ছেন। মুসলমানদের ব্যথায় ব্যথিত হয়ে আমরা রাস্তায় নেমেছি। দখলদার ইহুদি সাম্রাজ্য অন্যায়ভাবে অবিচার করে চলেছে। আমরা মুসলমান হয়ে ঘরে বসে থাকতে পারি না। ফিলিস্তিনের নিরীহ মানুষের ওপর ইসরায়েলের আগ্রাসন ও নৃশংস হত্যার বিরুদ্ধে সারা বিশ্বের মুসলমানদের রুখে দাঁড়াতে হবে। পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দিতে হবে অত্যাচারী দখলদারদের।

সমাবেশ শেষে নির্যাতিত ও হামলায় নিহত মুসলিমদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।