আন্দোলনের ‘মহাযাত্রা’র ঘোষণা দিয়ে রাজধানীতে বিএনপির মহাসমাবেশ আজ শনিবার বিকাল ৩টায়। তবে গতকাল রাত থেকে সরগরম বিএনপির দলীয় কার্যালয় সমাবেশস্থলে ভিড় করছেন নেতাকর্মীরা।
একই দিন ক্ষমতাসীন দল আওয়ামী লীগেরও শান্তি সমাবেশ। ‘লাখো মানুষের’ জমায়েতের ঘোষণা দিয়ে আওয়ামী লীগ গতকাল রাত থেকে তাদের সমাবেশ স্থলেও ছিলো নেতাকর্মীদের ঢল।
ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা জড়ো হচ্ছেন বায়তুল মোকাররমের দক্ষিণ গেটের সামনের মঞ্চকে ঘিরে। বিএনপির নেতা-কর্মীদের অবস্থান নয়া পল্টনে দলীয় কার্যালয়ের সামনের সড়কে। এতে সরগরম হয়ে উঠেছে গুলিস্তান ও নয়া পল্টন এলাকা।
অপর দিকে শাপলা চত্বরে সমাবেশ ডেকেছে জামায়াত। তবে জামায়াতকে সমাবেশের অনুমতি না দেয়ায় শক্ত অবস্থানে রয়েছে পুলিশ। সকালে কয়েকবার শাপলা চত্বর এলাকায় পুলিশের ব্যারিকেড ভেঙ্গে সমাবেশ স্থলে যাওয়ার চেস্টা করে জামায়াত নেতারা।
সব কিছুই মিলে ঢাকার পরিস্থিতি থমথমে। সড়কে গণ পরিবহন নেই বললেই চলে। ব্যক্তিগত গাড়ীও দেখা যাচ্ছেনা।
Reporter Name 



















