ঢাকা ০১:২৪ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

সাবেক এনবিআর চেয়ারম্যানের মনোনয়নপত্র বাতিল

  • Reporter Name
  • Update Time : ০৮:৩৮:১৪ অপরাহ্ন, সোমবার, ৪ ডিসেম্বর ২০২৩
  • ৬৬ Time View

চাঁদপুর- (কচুয়া) আসনে স্বতন্ত্র প্রার্থী এনবিআর এর সাবেক চেয়ারম্যান গোলাম হোসেন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-১ (কচুয়া) আসনে স্বতন্ত্র প্রার্থী জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান ও সাবেক সচিব গোলাম হোসেনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। সোমবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মনোনয়নপত্র বাছাই শেষে তার মনোনয়ন বাতিল করা হয়।

স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্রের সঙ্গে দাখিল করা এক শতাংশ ভোটারের সমর্থনসূচক স্বাক্ষরের তালিকায় গরমিল পাওয়ায় এ ঘোষণা দেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক কামরুল হাসান।

তবে গোলাম হোসেনের পক্ষ থেকে দাবি করা হয়েছে, ভোটারদের হুমকি ও ভয়ভীতি দেখানোয় তারা সমর্থনসূচক সই দেওয়ার বিষয়টি অস্বীকার করছেন। এমন ‘ষড়যন্ত্র’ হতে পারে আশঙ্কা করে তারা আগেই বিষয়টি নির্বাচন কমিশনকে জানিয়েছেন। রিটার্নিং কর্মকর্তার এ সিদ্ধান্তের বিষয়ে তারা আপিল করবেন।

গোলাম হোসেন এবারের নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ছিলেন। সেখানে দলের মনোনয়ন পেয়েছেন আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ।

এদিকে নির্বাচন কমিশনার বরাবর দেওয়া এক চিঠিতে গোলাম হোসেন উল্লেখ করেছেন, তিনি নির্বাচনি এলাকা থেকে অভিযোগ পাচ্ছেন যে একটি কুচক্রীমহল বিভিন্নভাবে ভোটারদের ভয়ভীতি দেখিয়ে সমর্থনসূচক সই প্রদানকারীদের প্রভাবিত করার মাধ্যমে সরেজমিন জরিপ প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা করছে। এ বিষয়ে নজরদারি বাড়ানোসহ প্রয়োজনে বিধিসম্মত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান গোলাম হোসেন। রিটার্নিং কর্মকর্তাকেও ওই চিঠির একটি অনুলিপি দেওয়া হয়।

গোলাম হোসেন বলেন, রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়নপত্রের বিষয়ে যে সিদ্ধান্ত দিয়েছেন, তা সঠিক হয়নি। তিনি প্রার্থিতা ফিরে পেতে আপিল করবেন।

বিভিন্ন ত্রুটি থাকায় এ আসনে আরও চারজনের মনোনয়নপত্র বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা। তারা হলেন- বাংলাদেশ কংগ্রেসের জামাল হোসেন, স্বতন্ত্র প্রার্থী শওকত হোসেন, রাহাদ চৌধুরী ও বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সেলিম প্রধান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

কচুয়া পৌরসভার কোয়া নূর ই মদিনা জামে মসজিদের ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

সাবেক এনবিআর চেয়ারম্যানের মনোনয়নপত্র বাতিল

Update Time : ০৮:৩৮:১৪ অপরাহ্ন, সোমবার, ৪ ডিসেম্বর ২০২৩

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-১ (কচুয়া) আসনে স্বতন্ত্র প্রার্থী জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান ও সাবেক সচিব গোলাম হোসেনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। সোমবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মনোনয়নপত্র বাছাই শেষে তার মনোনয়ন বাতিল করা হয়।

স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্রের সঙ্গে দাখিল করা এক শতাংশ ভোটারের সমর্থনসূচক স্বাক্ষরের তালিকায় গরমিল পাওয়ায় এ ঘোষণা দেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক কামরুল হাসান।

তবে গোলাম হোসেনের পক্ষ থেকে দাবি করা হয়েছে, ভোটারদের হুমকি ও ভয়ভীতি দেখানোয় তারা সমর্থনসূচক সই দেওয়ার বিষয়টি অস্বীকার করছেন। এমন ‘ষড়যন্ত্র’ হতে পারে আশঙ্কা করে তারা আগেই বিষয়টি নির্বাচন কমিশনকে জানিয়েছেন। রিটার্নিং কর্মকর্তার এ সিদ্ধান্তের বিষয়ে তারা আপিল করবেন।

গোলাম হোসেন এবারের নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ছিলেন। সেখানে দলের মনোনয়ন পেয়েছেন আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ।

এদিকে নির্বাচন কমিশনার বরাবর দেওয়া এক চিঠিতে গোলাম হোসেন উল্লেখ করেছেন, তিনি নির্বাচনি এলাকা থেকে অভিযোগ পাচ্ছেন যে একটি কুচক্রীমহল বিভিন্নভাবে ভোটারদের ভয়ভীতি দেখিয়ে সমর্থনসূচক সই প্রদানকারীদের প্রভাবিত করার মাধ্যমে সরেজমিন জরিপ প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা করছে। এ বিষয়ে নজরদারি বাড়ানোসহ প্রয়োজনে বিধিসম্মত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান গোলাম হোসেন। রিটার্নিং কর্মকর্তাকেও ওই চিঠির একটি অনুলিপি দেওয়া হয়।

গোলাম হোসেন বলেন, রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়নপত্রের বিষয়ে যে সিদ্ধান্ত দিয়েছেন, তা সঠিক হয়নি। তিনি প্রার্থিতা ফিরে পেতে আপিল করবেন।

বিভিন্ন ত্রুটি থাকায় এ আসনে আরও চারজনের মনোনয়নপত্র বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা। তারা হলেন- বাংলাদেশ কংগ্রেসের জামাল হোসেন, স্বতন্ত্র প্রার্থী শওকত হোসেন, রাহাদ চৌধুরী ও বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সেলিম প্রধান।