চাঁদপুরের হাজীগঞ্জে অটো ও ইজিবাইকের ভাড়া নির্ধারণ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থী, যাত্রী ও পথচারীদের অভিযোগের ভিত্তিতে পৌর এলাকায় চলাচলকারী অটো ও ইজিবাইকের ভাড়া নির্ধারনে বুধবার (৬ আগস্ট) দুপুরে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) মো. জাবেদ হোসেন চৌধুরী।
এ সময় হাজীগঞ্জ পৌর এলাকার মধ্যে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের এনায়েতপুর থেকে কৈয়ারপুল, হাজীগঞ্জ বাজার থেকে কংগাইশ রেললাইন, হাজীগঞ্জ বাজার থেকে জিয়ানগর, হাজীগঞ্জ বাজার থেকে রেলস্টেশন, হাজীগঞ্জ বাজার থেকে বড়কুল ব্রীজ পর্যন্ত’সহ জনবহুল চলাল স্থান এলাকার ভাড়া নির্ধারণ বিষয়ে আলোচনা করা হয়।
পৌর নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ নূর আজম বীন আখতারের পরিচালনায় সভায় মতামত উপস্থাপন করে বক্তব্য রাখেন, হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হাসান মাহমুদ, হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি আলহাজ¦ মিজানুর রহমান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন সাবু, শিল্প বিষয়ক সম্পাদক হাফেজ আবুল কাশেম।
শিক্ষকদের মধ্যে সহকারী অধ্যাপক মো. তাজুল ইসলাম, প্রভাষক কাউসার মৃধা, সহকারী শিক্ষক আলমগীর হোসেন, ব্যবসায়ী আব্দুল মান্নান তালুকদার ও কাজী জিয়াউর রহমান, হাজীগঞ্জ প্রেসক্লাবের অর্থ সম্পাদক মোহাম্মদ হাবীব উল্যাহ্, সদস্য সাইফুল ইসলাম সিফাত, শ্রমিক নেতৃবৃন্দের পক্ষে সাকিব উদ্দিন, অটো ও ইজিবাইক চালকদের মধ্যে ইসমাঈল হোসেন, মাহবুব আলম, আকতার হোসেন ও ওয়াসিম প্রমুখ।
বক্তব্য শেষে সভায় উপস্থিতির মতামতের ভিত্তিতে একটি খসড়া প্রণয়ন ও রেজুলেশনের মাধ্যমে জেলাপ্রশাসক, পুলিশ সুপার, চাঁদপুরের দায়িত্বরত সেনা কর্মকর্তা, সাংবাদিক, সুধীজন, অটো ও ইজিবাইক মালিক, শ্রমিকসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজনের উপস্থিতি নির্ধারিত ভাড়ার তালিকা উপস্থাপন ও কার্যকর করা হবে।