হাজীগঞ্জে বিএনপির কেন্দ্রিয় নির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপির সাবেক সভাপতি ও হাজীগঞ্জ-শাহরাস্তি বিএনপির প্রধান সমন্বয়ক ইঞ্জি. মুমিনুল হকের সুস্থতা কামনায় দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পৌর যুবদলের সদস্য সাবেক আহবায়ক মিজানুর রহমান সেলিমের আয়োজনে বুধবার (১৩ আগস্ট) বাদ আছর হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া-মাহফিলে ইঞ্জি. মমিনুল হকের সুস্থতা কামনায় মোনাজাত করেন, মসজিদের খতিব ও পেশ ইমাম হাফেজ মুফতি মো. আব্দুর রউফ। একই সময়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোসহ প্রয়াত সকল নেতাকর্মী ও সমর্থক এবং বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের দীর্ঘায়ু ও সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া-মাহফিল পরিচালনা করেন মসজিদের মুয়াজ্জিন হাফেজ মো. শাহ-এমরান।
এসময় বিএনপি নেতা সাহাবউদ্দিন সাবু, যুব নেতা জহির আহমেদ, ডা. জহির হোসেন, জসিম মজুমদার, গিয়াস উদ্দিন, শ্রমিক নেতা সোহেল রানা, স্বেচ্ছাসেবক নেতা ঝুটন, ছাত্রনেতা সাখাওয়াত হোসেন, মোহাম্মদ রাজন, মেহেরাব হোসেনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, মসজিদের মুসুল্লীরা উপস্থিত ছিলেন।