ঢাকা 12:18 am, Tuesday, 19 August 2025

হাজীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

‘অভায়শ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’ এই প্রতিপাদ্যে চাঁদপুরের হাজীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সড়ক র্যালী, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও পোনামাছ ছাড়া অবমুক্ত করা হয়েছে। সোমবার (১৮ আগস্ট) সকালে আয়োজিত অনুষ্ঠানে মৎস্য সপ্তাহের উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. ইবনে আল জায়েদ হোসেন।

এদিন সকালে উপজেলা চত্বর থেকে র্য্যালটি বের হয়ে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের আলীগঞ্জ বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর উপজেলা পরিষদের পুকুরে পোনামাছ অবমুক্তের পর উপজেলা ই-সেন্টারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা এসএম শাহীন হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাসিব আবদুল্লাহ্ ।

এসময় আরো বক্তব্য রাখেন, হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক মো. জয়নাল আবেদীন, হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হাসান মাহমুদ, বড়কুল পূর্ব ইউনিয়নের চেয়ারম্যান মজিবুর রহমান মজিব, উপজেলা মৎস্য দলের সভাপতি মো. ইমান হোসেন, মৎস্য চাষীদের পক্ষে মো. শহীদুল ইসলাম। বক্তব্য শেষে কৈ মাছ উৎপাদনে হাবিবুর রহমান, কার্প জাতীয় মিশ্র মাছ চাষে শহীদুল্লাহ ও দেশি মাছ চাষে মমতাজ মেম্বারকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

মো. বিল্লাল হোসেনের উপস্থাপনায় অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন মাজিদ থেকে তেলওয়াত করেন, হাফেজ মো. হোসেন।

এসময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আমেনা আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম জাহাঙ্গীর আলম, যুব উন্নয়ন কর্মকর্তা এজিএম তাজুল ইসলাম পাটওয়ারী, কালচোঁ দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মোস্তফা স্বপনসহ অন্যান্য সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, মৎস্যজীবী ও মৎস্যচাষী উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

যানজট নিরসনে আমরা রাস্তার পাশে থাকা সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করে দিবো: জেলা প্রশাসক চাঁদপুর

হাজীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

Update Time : 09:35:03 pm, Monday, 18 August 2025

‘অভায়শ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’ এই প্রতিপাদ্যে চাঁদপুরের হাজীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সড়ক র্যালী, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও পোনামাছ ছাড়া অবমুক্ত করা হয়েছে। সোমবার (১৮ আগস্ট) সকালে আয়োজিত অনুষ্ঠানে মৎস্য সপ্তাহের উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. ইবনে আল জায়েদ হোসেন।

এদিন সকালে উপজেলা চত্বর থেকে র্য্যালটি বের হয়ে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের আলীগঞ্জ বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর উপজেলা পরিষদের পুকুরে পোনামাছ অবমুক্তের পর উপজেলা ই-সেন্টারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা এসএম শাহীন হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাসিব আবদুল্লাহ্ ।

এসময় আরো বক্তব্য রাখেন, হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক মো. জয়নাল আবেদীন, হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হাসান মাহমুদ, বড়কুল পূর্ব ইউনিয়নের চেয়ারম্যান মজিবুর রহমান মজিব, উপজেলা মৎস্য দলের সভাপতি মো. ইমান হোসেন, মৎস্য চাষীদের পক্ষে মো. শহীদুল ইসলাম। বক্তব্য শেষে কৈ মাছ উৎপাদনে হাবিবুর রহমান, কার্প জাতীয় মিশ্র মাছ চাষে শহীদুল্লাহ ও দেশি মাছ চাষে মমতাজ মেম্বারকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

মো. বিল্লাল হোসেনের উপস্থাপনায় অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন মাজিদ থেকে তেলওয়াত করেন, হাফেজ মো. হোসেন।

এসময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আমেনা আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম জাহাঙ্গীর আলম, যুব উন্নয়ন কর্মকর্তা এজিএম তাজুল ইসলাম পাটওয়ারী, কালচোঁ দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মোস্তফা স্বপনসহ অন্যান্য সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, মৎস্যজীবী ও মৎস্যচাষী উপস্থিত ছিলেন।