হাজীগঞ্জে মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জাবেদ হোসেন চৌধুরীর সভাপতিত্বে বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকালে উপজেলা ই-সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়েছে। আগস্ট মাসের সভায় গ্রাম আদালত, মাদক প্রতিরোধ, কিশোর গ্যাং, ইভটিজিং, চুরি’সহ বিভিন্ন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় আইন-শৃঙ্খলার সার্বিক পরিস্থিতি তুলে ধরে বক্তব্য রাখেন, হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক। এসময় বক্তব্য রাখেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শাহাদাত হোসেন, গ্রাম আদালতের উপজেলা সমন্বয়ক মো. শহীদুল্লা কাউসার, হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হাসান মাহমুদ, হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. আবু ছাইদ প্রমুখ।
ইউনিয়ন সমূহের তথ্য উপস্থাপন করে বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান মফিজুর রহমান, মো. মিজানুর রহমান মিলন, গোলাম মোস্তফা স্বপন, ইউসুফ প্রধানীয়া সুমন, মোস্তফা কামাল মজুমদার, কাজী নুরুর রহমান বেলাল, গিয়াস উদ্দিন বাচ্চু ও আবু তাহের প্রধানীয়া। এসময় আরো বক্তব্য রাখেন, হাজীগঞ্জ মডেল সরকারি কলেজের সহকারী অধ্যাপক মো. মজিবুর রহমান প্রমুখ।
এসময় উপজেলা প্রকৌশলী মো. আজিজুল হক, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম জাহাঙ্গীর আলম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আবু সাঈদ চৌধুরী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আশিকুর রহমান, মৎস্য কর্মকর্তা এসএম শাহীন হোসেন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা এজিএম তাজুল ইসলাম’সহ সরকারি বিভিন্ন দপ্তর, আনসার-ভিডিপি ও ফায়ার সার্ভিসের কর্মকর্তা, প্রেসক্লাব নেতৃবৃন্দ, ইউপি চেয়ারম্যানসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।