কচুয়া উপজেলার নিশ্চিন্তপুর ডিএস কামিল মাদ্রাসায় আরবি ও ইংরেজি ভাষা ক্লাবের সমাপনী উৎসব অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে মাদ্রাসার মিলনায়তনে ৮৫ জন শিক্ষার্থীদের ভাষার উপর অংশগ্রহণে প্রতিযোগিতা বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়।
মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা এ.এস.এম ফখরুদ্দিনের সভাপতিত্বে ও মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা মোঃ নুর আহমদ আজাদের পরিচালনায় বক্তব্য রাখেন,মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মিজানুর রহমান,হেড মুহাদ্দিস মাওলানা নুরুজ্জামান, সহকারি অধ্যাপক নুরুজ্জামান, মুহাদ্দিস মাওলানা মাসুদুল আলম, সহকারি অধ্যাপক মাওলানা দেলোয়ার হোসেন, মাওলানা আ.ন.ম ইউসুফ, ইংরেজী প্রভাষক শাখাওয়াত হোসেন,আরবি শিক্ষক রফিকুল ইসলাম প্রমুখ। এসময় শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অন্যদিকে আরবি ও ইংরেজি ভাষা ক্লাবের শিক্ষার্থীদের জন্য বিদেশি ভাষা শিক্ষার সুযোগ। শিক্ষার্থীদের আরবি ও ইংরেজি ভাষার ৪ টি দক্ষতা নিশ্চিত করণ। আরবি ও ইংরেজি ভাষায় বক্তৃতা, বিতর্ক এবং প্রবন্ধ রচনায় দক্ষতা অর্জন। আরবি ও ইংরেজি ভাষায় কথোপকথনে দক্ষতা বৃদ্ধি আন্তর্জাতিক মানসম্পন্ন আরবি ও ইংরেজি ভাষা শিক্ষা। শিক্ষার্থীদের আত্মবিশ্বাস এবং ভাষাগত দক্ষতা বৃদ্ধি। ক্লাবের মাধ্যমে প্রতিযোগীতামূলক ও সাংস্কৃতিক কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ। শিক্ষার্থীদের লিখন দক্ষতা বৃদ্ধির লক্ষে আরবী ও ইংরেজি ভাষায় দেয়ালিকা প্রকাশ। কোর্স শেষে ভালো ফলাফল অর্জনকারীদের সনদ প্রদান করা হয়।
উল্লেখ্য যে,ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ফাজিল ও কামিল মাদ্রাসায় ‘আরবি ও ইংরেজি ভাষা ক্লাব’ একটি সহ-শিক্ষা কার্যক্রম। কিছু মাদ্রাসা তাদের শিক্ষার্থীদের ভাষাগত দক্ষতা বাড়ানোর জন্য এই ক্লাব চালু করেছে, যা শিক্ষার্থীদের আরবি ও ইংরেজিতে বিশেষভাবে দক্ষ করে তোলে এবং লেখা ও বলার ওপর জোর দেয়।
ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া ॥ 






















