নিজস্ব প্রতিনিধি॥ সারাদেশে ভয়াবহ লোডশেডিং, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে চাঁদপুরে গণফোরামের আয়োজনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শনিবার (১০ জুন) সকালে চাঁদপুর পৌর বাস স্ট্যান্ডে এই কর্মসূচির আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, জনগণ নিয়মিত বিদুৎ বিল পরিশোধ করছে, তারপরও সরকার বিদ্যুতের জন্য তেল ও কয়লা আনতে পারে না? কেন হাজার কোটি টাকা বকেয়া থাকবে? এই সরকারের অধীনে জাতীয় নির্বাচন নয়, নিরপেক্ষ সরকার গঠনের আহবান জানান তারা।
এতে অংশ নেন গণফোরামের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ও জেলা সভাপতি এড্যভোকেট সেলিম আকবর, কেন্দ্রীয় কমিটির নেতা মোস্তাক আহমেদ ও গণফোরামের নেত্রী নাসরিন বেগমসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।