
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন সুহিলপুর ইয়াং স্টার ব্লাড ফাউন্ডেশনের ২০২৫-২৬ সেশনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। ২১ সদস্যবিশিষ্ট এ কমিটির সভাপতি হয়েছেন মোঃ সাকিব মুন্সী এবং সাধারণ সম্পাদক হয়েছেন রাকিব চৌধুরী।
কমিটিতে সহ-সভাপতি আল-আমিন মজুমদার, যুগ্ম সাধারণ সম্পাদক জাবের বেপারী, সাংগঠনিক সম্পাদক নূর আলম পাটোয়ারী, অর্থ সম্পাদক শরিফুল ইসলাম পাটোয়ারী, দপ্তর সম্পাদক অনিক মুন্সী, প্রচার সম্পাদক ইমাম হোসেন ফয়েজ, মহিলা বিষয়ক সম্পাদক মরিয়ম আক্তার, সহ-মহিলা বিষয়ক সম্পাদক মুক্তা বেগম ও রক্ত সম্পাদক প্রভা আক্তার।
প্রতিষ্ঠাতা ও কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন জাবেদ পাটোয়ারী, আয়ান আহম্মেদ রিয়াদ, মাহমুব মজুমদার, আহম্মেদ মেহরাজ ও আবু সুফিয়ান প্রধানীয়া। সদস্য হিসেবে রয়েছেন মতিউর রহমান, জয় রায়, ইমন পাটোয়ারী, ইরমান পাটোয়ারী ও সাকিব আল হাসান প্রমুখ।
সংগঠনের প্রধান উপদেষ্টা সাইফুল ইসলাম সিফাত, উপদেষ্টা মোস্তফা কামাল সুমন ও সাইফুল ইসলাম মির স্বাক্ষরে নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়।
প্রসঙ্গত, প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি এ পর্যন্ত ৫ হাজার ব্যাগ রক্তের যোগান দিয়েছে। পাশাপাশি ব্লাড ক্যাম্পিং, বৃক্ষরোপণ, স্বাস্থ্য ক্যাম্পিং, খাদ্য সহায়তা, সেলাই মেশিন বিতরণ, হুইল চেয়ার বিতরণ, শিক্ষা উপকরণ বিতরণ, বন্যা ও প্রাকৃতিক দুর্যোগে উদ্ধার এবং ত্রাণ বিতরণ কর্মসূচি পরিচালনা করেছে। মাদকবিরোধী উঠান বৈঠক, র্যালি ও আলোচনা সভাসহ নানা সামাজিক কার্যক্রমে জেলার গ-ি পেরিয়ে পাশের জেলাগুলোতেও সংগঠনটি সুনাম অর্জন করেছে।
উপদেষ্টারা আশা প্রকাশ করেছেন, নতুন নেতৃত্ব সংগঠনের কার্যক্রম আরও প্রসারিত করবে এবং সামাজিক পরিবর্তনে অগ্রণী ভূমিকা রাখবে।
Reporter Name 



















