আগামী সংসদ নির্বাচন আগের মতো হলে জাতির ভাগ্যে চরম দুর্ভোগ নেমে আসবে। চাঁদপুর-২ (মতলব উত্তর-মতলব দক্ষিণ) আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ডা. আব্দুল মোবিন সোমবার এ মন্তব্য করেছেন।
প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে এই জামায়াত নেতা বলেন, আপনারা নিরপেক্ষ থেকে আগামী নির্বাচন স্বচ্ছ করুন। প্রত্যেক প্রার্থী যেন সমান সুযোগ পায়। অতীতে বিশেষ একটি দলের পক্ষে কাজ করা ওসি–এসপিরা সব পালিয়েছে। প্রধান বিচারপতি ও বায়তুল মোকাররমের খতিব পালিয়ে গেছে। ডিআইজি–পুলিশ কমিশনার পালিয়ে গেছে। ভবিষ্যতে কারও বিরুদ্ধেও একই অভিযোগ উঠলে তারা পালানোর পথ পাবে না।
নির্বাচনকে কালো টাকার প্রভাবমুক্ত রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, কর্তৃত্বববাদী সরকারের কালো যুগ পেরিয়ে আমরা এখন নতুন বাংলাদেশের পথে। দেশকে নতুনভাবে গড়তে হবে।
চাঁদপুর–২ আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ডা. আব্দুল মোবিনকে সঙ্গে নিয়ে ছেংগারচর বাজারে ব্যাপক গণসংযোগ কর্মসূচি পালন করেছে উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলাম।
রোববার (১৭ নভেম্বর ) সকাল ১০টায় ছেংগারচর থানা রোড থেকে মিছিলটি শুরু হয়ে বাজারের বিভিন্ন অলিগলি প্রদক্ষিণ করে।
গণসংযোগ চলাকালে ডা. আব্দুল মোবিন ছেংগারচর সরকারি ডিগ্রি কলেজের ছাত্র–শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেন এবং সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এছাড়াও স্থানীয় দোকানপাট, পথচারী ও বাজারের সার্বিক এলাকায় দাড়িপাল্লা প্রতীকের পক্ষে লিফলেট বিতরণ করা হয়।মিছিলটি ‘নারায়ে তাকবীর, আল্লাহু আকবর’সহ বিভিন্ন স্লোগানে মুখরিত হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন, মতলব উত্তর উপজেলা জামায়াতের আমীর দেওয়ান আবুল বাসার, উপজেলা সেক্রেটারি মো. মেহেদী হাসান নাজির, ওমান সোহার শাখার সহ–সভাপতি ও ছেংগারচর পৌর সহ–সভাপতি আলহাজ্ব আব্দুল জাব্বার দেওয়ান, পৌর সেক্রেটারি শাহজালাল, ৬নং কলাকান্দা ইউনিয়ন সভাপতি জাহাঙ্গীর আলম খান, সেক্রেটারি হারুন সৈয়াল, জামায়াত নেতা আব্দুল ওয়াদুদ মাস্টারসহ দলীয় নেতাকর্মীরা।
Reporter Name 



















