বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও চাঁদপুর-২ আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী আলহাজ্ব ড. মোহাম্মদ জালাল উদ্দিন বলেছেন, বিএনপি ও ধানের শীষের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্র থেকে সবাইকে সজাগ থাকতে হবে। সকলে ঐক্যবদ্ধ থাকলে কোন ষড়যন্ত্রকারী সফল হতে পারবে না। সোমবার বিকালে মতলব উত্তর উপজেলার সাহেব বাজারে ধানের শীষ প্রতীকের এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
ড. জালাল উদ্দিন আরো বলেন, আগামী নির্বাচন কেন্দ্র করে বিএনপির জনপ্রিয়তা যখন তুঙ্গে তখনই কিছু চক্র সক্রিয় হয়ে উঠেছে। তারা দেশীয় বিদেশী ভাবে ষড়যন্ত্র শুরু করেছে। তারা আমাদের দলের মধ্যেও বিভাজন সৃষ্টি করার পায়তারা করছে। এমন অবস্থায় আমাদের সবাইকে সজাগ থাকতে হবে এবং আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীক বিজয়ী করার লক্ষ্যে কাজ করতে হবে। চাঁদপুর-২ আসনে ধানের শীষ বিজয়ী করে তারেক রহমানকে উপহার দিতে হবে।
তিনি বলেন, চাঁদপুর-২ আসনে আমাকে ধানের শীষ পাই নি, পেয়েছে সকল নেতাকর্মী। এই ধানের শীষ আমার নয়, যারা মনোনয়ন প্রত্যাশী ছিলেন সকলের। তাই আসুন দলের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আমাদের নেতা তারেক রহমানের নির্দেশ মেনে আগামী নির্বাচনে ধানের শীষ বিজয়ের লক্ষ্যে কাজ করি।
ফতেপুর পূর্ব ইউনিয়ন বিএনপির সভাপতি তোফায়েল পাটোয়ারীর সভাপতিত্বে ও উপজেলা যুবদলের সাবেক সভাপতি রাশেদ হাসান টিপুর উপস্থাপনায় আরো বক্তব্য রাখেন, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক বাদল, মতলব উত্তর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এসএম জাহাঙ্গীর আলম, ছেংগারচর পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর প্রধান প্রমুখ। এসময় হাজার হাজার নেতাকর্মী পথসভায় মিছিলে মিছিলে যোগদান করেন।
মনিরুল ইসলাম মনির 



















