সোনালী ব্যাংক হাজীগঞ্জের আলীগঞ্জ ট্রেজারী শাখার ব্যবস্থাপক এইচ.এম আমিনুল ইসলামকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) উপজেলা সভাকক্ষে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে তাকে ফুলেল শুভেচ্ছা জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপস শীল। তিনি ব্যাংকের প্রিন্সিপাল অফিসার থেকে সিনিয়র প্রিন্সিপাল অফিসার পদে পদোন্নতি পেয়েছেন।
সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে উপজেলা মৎস্য কর্মকর্তা সুলতানা রাজিয়া, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম জাহাঙ্গীর আলম, বন কর্মকর্তা মো. তাজুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আশেকুর রহমান, পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. শাহজালাল, যুব উন্নয়ন কর্মকর্তা সৈয়দ ফেরদৌস আহমেদ, সমবায় কর্মকর্তা মুহাম্মদ গোলামুর রহমান শামীম উপস্থিত ছিলেন।
এছাড়াও বিএডিসির উপ-সহকারী প্রকৌশলী মামুনুর রশিদ, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. আব্দুল গণী, একাডেমিক সুপারভাইজার সুনির্মল দেউরী, সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জাকির হোসাইনসহ উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, রাষ্ট্রমালিকানাধীন সোনালী ব্যাংকের প্রায় ২ হাজার ২০০ কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়েছে। গত সোমবার (২৩ ডিসেম্বর) ব্যাংকটি সহকারী মহাব্যবস্থাপক, সিনিয়র প্রিন্সিপাল অফিসার, প্রিন্সিপাল অফিসার, সিনিয়র অফিসার ও অফিসার পদে পদোন্নতি দেওয়া হয়। এর মধ্যে ব্যাংকটির হাজীগঞ্জের আলীগঞ্জ ট্রেজারী শাখার ব্যবস্থাপক এইচ.এম আমিনুল ইসলাম সিনিয়র প্রিন্সিপাল অফিসার পদে পদোন্নতি পেয়েছেন।
জানা গেছে, সোনালী ব্যাংকের সব মিলিয়ে প্রায় ১৮ হাজার কর্মকর্তা রয়েছে। কিছুদিন আগে ব্যাংকটির মহাব্যবস্থাপক ও উপ-মহাব্যবস্থাপক পদে পদোন্নতি দেয়া হয়। সরকার পরিবর্তনের পর নতুন ব্যবস্থাপনা পরিচালক দীর্ঘদিন বন্ধ থাকা পদোন্নতির পাশাপাশি কিছু নিয়মিত পদোন্নতির উদ্যোগ নেয়া হয় এবং উল্লেখিত পদসমূহে পদোন্নতি দেয়া হয়। পদোন্নতিপ্রাপ্তরার পরবর্তী আদেশ জারী না করা পর্যন্ত বর্তমান কর্মস্থলে দায়িত্ব পালন করবেন।
পদোন্নতি প্রাপ্তদের মধ্যে ব্যাংকটির হাজীগঞ্জের আলীগঞ্জ ট্রেজারী শাখার ব্যবস্থাপক এইচ.এম আমিনুল ইসলাম প্রিন্সিপাল অফিসার থেকে সিনিয়র প্রিন্সিপাল অফিসার পদে পদোন্নতি পেয়েছেন। তিনি ২০০৯ সালে অফিসার (ক্যাশ) পদে ফেনী জেলার ফুলগাজী শাখায় যোগদান করে সোনালী ব্যাংকে তার কর্মজীবন শুরু করেন। এরপর ২০১৪ সালে তিনি সিনিয়র অফিসার (ক্যাশ) পদে পদোন্নতি পেয়েছেন।
পরবর্তীতে ২০১৮ সালে প্রিন্সিপাল অফিসার পদে পদোন্নতি পান এইচ.এম আমিনুল ইসলাম। তিনি প্রিন্সিপাল অফিসার হিসেবে ঢাকা বিশ^বিদ্যালয় কর্পোরেট ও চাঁদপুর জেলা সদরের প্রধান শাখায় দায়িত্ব পালন করেন। এরপর গত বছরের ৪ এপ্রিল শাখা ব্যবস্থাপক হিসেবে হাজীগঞ্জের আলীগঞ্জ শাখায় যোগদান করেন। অত্র শাখায় কর্মরত থাকা অবস্থায় গত ২৩ ডিসেম্বর তিনি সিনিয়র প্রিন্সিপাল অফিসার পদে পদোন্নতি পেয়েছেন। ইতিমধ্যে এইচ.এম আমিনুল ইসলাম সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে হাজীগঞ্জে প্রশংসা কুড়িয়েছেন।