ঢাকা 12:31 pm, Sunday, 20 July 2025

ফরিদগঞ্জে কুকুরের কামড়ে আহত ৪০

  • Reporter Name
  • Update Time : 09:27:25 pm, Saturday, 31 May 2025
  • 7 Time View

 

চাঁদপুরের ফরিদগঞ্জে কুকুরের কামড়ে অন্তত ৪০ জন আহত হয়েছেন। শুক্রবার (৩০ মে) উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়ন ও ফরিদগঞ্জ পৌর এলাকায় এ ঘটনা ঘটে।

আহতের মধ্যে ২৩ জন ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। অন্যরা জেলার বিভিন্ন প্রাইভেট হাসপাতালে চিকিৎসা নিয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

জানা গেছে, পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের গাজীপুর, খুরুমখালী, বটতলা গ্রামের শুক্রবার (৩০ মে) সকাল থেকে কুকুরের কামড়ের শিকার হন লোকজন।

এর মধ্যে জখম অবস্থায় গাজীপুর গ্রামের মুনতাহা (১৫) ইমাম হেসেন (৪৫), সাদিয়া (৬) হৃদয় (২৭), রায়হান (১১), ইসরাত (৭), মুজাহিদ (৬), মাহবুব (১৮), আফরোজা (৭), আব্দুল কাদির (১১), লুৎফর নেছা (৫০), সাঈদ (৭), খুরমখালী গ্রামের ইকরা (১০), জাহিদ (৮), আরিফ (৮), বটতলা এলাকার মোরশেদ আলমসহ মোট ২৩ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।

গাজীপুর গ্রামের লোকজন জানান, শুক্রবার সকাল থেকেই কুকুরের কামড়ের খবরে আমরা সবাই আতঙ্কিত হয়ে পড়ি। অন্তত ৪০ জনের বেশি লোক কুকুরের কামড়ের শিকার হয়েছেন বলে শুনেছি। কুকুরের কামড়ে আহতদের নিয়ে মানুষকে ছোটাছুটি করতে দেখা গেছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. মুজাম্মেল হোসেন জানান, হঠাৎ করেই শুক্রবার (৩০ মে) সকাল থেকে উপজেলার বিভিন্ন গ্রাম থেকে কুকুরের কামড়ে আহত রোগীদের আসা শুরু হয়। এ পর্যন্ত ফরিদগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে অন্তত ২৩ জন রোগী চিকিৎসা নিয়েছেন। অন্যরা হয়তো ভিন্ন কোথাও চিকিৎসা নিয়েছেন।

ফরিদগঞ্জ পৌর নির্বাহী কর্মকর্তা শাহ সুফিয়ান খাঁন বলেন, পৌরসভা এলাকার যারা আমাদের কাছে ভ্যাকসিনের জন্য এসেছেন, তাদের ভ্যাকসিন দেওয়া হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

কিডনি দান করা সেই স্ত্রীর বিরুদ্ধেই চাঞ্চল্যকর অভিযোগ স্বামীর

ফরিদগঞ্জে কুকুরের কামড়ে আহত ৪০

Update Time : 09:27:25 pm, Saturday, 31 May 2025

 

চাঁদপুরের ফরিদগঞ্জে কুকুরের কামড়ে অন্তত ৪০ জন আহত হয়েছেন। শুক্রবার (৩০ মে) উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়ন ও ফরিদগঞ্জ পৌর এলাকায় এ ঘটনা ঘটে।

আহতের মধ্যে ২৩ জন ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। অন্যরা জেলার বিভিন্ন প্রাইভেট হাসপাতালে চিকিৎসা নিয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

জানা গেছে, পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের গাজীপুর, খুরুমখালী, বটতলা গ্রামের শুক্রবার (৩০ মে) সকাল থেকে কুকুরের কামড়ের শিকার হন লোকজন।

এর মধ্যে জখম অবস্থায় গাজীপুর গ্রামের মুনতাহা (১৫) ইমাম হেসেন (৪৫), সাদিয়া (৬) হৃদয় (২৭), রায়হান (১১), ইসরাত (৭), মুজাহিদ (৬), মাহবুব (১৮), আফরোজা (৭), আব্দুল কাদির (১১), লুৎফর নেছা (৫০), সাঈদ (৭), খুরমখালী গ্রামের ইকরা (১০), জাহিদ (৮), আরিফ (৮), বটতলা এলাকার মোরশেদ আলমসহ মোট ২৩ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।

গাজীপুর গ্রামের লোকজন জানান, শুক্রবার সকাল থেকেই কুকুরের কামড়ের খবরে আমরা সবাই আতঙ্কিত হয়ে পড়ি। অন্তত ৪০ জনের বেশি লোক কুকুরের কামড়ের শিকার হয়েছেন বলে শুনেছি। কুকুরের কামড়ে আহতদের নিয়ে মানুষকে ছোটাছুটি করতে দেখা গেছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. মুজাম্মেল হোসেন জানান, হঠাৎ করেই শুক্রবার (৩০ মে) সকাল থেকে উপজেলার বিভিন্ন গ্রাম থেকে কুকুরের কামড়ে আহত রোগীদের আসা শুরু হয়। এ পর্যন্ত ফরিদগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে অন্তত ২৩ জন রোগী চিকিৎসা নিয়েছেন। অন্যরা হয়তো ভিন্ন কোথাও চিকিৎসা নিয়েছেন।

ফরিদগঞ্জ পৌর নির্বাহী কর্মকর্তা শাহ সুফিয়ান খাঁন বলেন, পৌরসভা এলাকার যারা আমাদের কাছে ভ্যাকসিনের জন্য এসেছেন, তাদের ভ্যাকসিন দেওয়া হয়েছে।