ঢাকা ০৮:০৩ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

শাহরাস্তিতে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পাালিত ও বিক্ষোভ মিছিল, ৪ নেতা গ্রেপ্তার

  • Reporter Name
  • Update Time : ০৪:৫৫:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫
  • ১১১ Time View

দলীয় প্রতিষ্ঠা বার্ষিকী পালন ঝটিকা মিছিল বের করার দায়ে চাঁদপুরের শাহরাস্তিতে চার আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৪ জুন) দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

শাহরাস্তি মডেল থানা সূত্রে জানা গেছে, বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ২৩ জুন সন্ধ্যায় উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের ওয়ারুক রেলওয়ে স্টেশন বাজার এলাকার একটি ঝটিকা মিছিল বের করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে মিছিলকারীরা পালিয়ে যায়।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে বাংলাদেশ সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্যপদ গ্রহণ, সংগঠনের আদর্শ ও সত্তাকে সমর্থন, রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র, জননিরাপত্তা ও সার্বভৌমত্ব বিঘ্ন করার উদ্দেশ্যে আতঙ্ক সৃষ্টির অভিযোগে ২০০৯ সালের সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করে। মামলায় ৪৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও অনেককে আসামি করা হয়।

রাতে অভিযান চালিয়ে আলীপুর গ্রামের তফাদার বাড়ির আব্দুল হকের পুত্র মোঃ ফারুক হোসেন (৪৯), রাড়া গ্রামের মুন্সি বাড়ির মৃত নুরুল ইসলামের পুত্র সেলিম মুন্সি(৬৫), আলমগীর হোসেনের পুত্র মেহেদী হাসান (২৬) ও আলীপুর গ্রামের নোয়া বাড়ির মৃত এবায়েত উল্ল্যাহর পুত্র মোঃ দুলাল তালুকদারকে (৫৫) গ্রেফতার করে।

শাহরাস্তি মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল বাসার জানান, আইনশৃঙ্খলা বজায় রাখতে পুলিশ কাজ করছে। এ ব্যাপারে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

হাজীগঞ্জ ৫ নং সদর পশ্চিম ইউনিয়ন যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত

শাহরাস্তিতে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পাালিত ও বিক্ষোভ মিছিল, ৪ নেতা গ্রেপ্তার

Update Time : ০৪:৫৫:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫

দলীয় প্রতিষ্ঠা বার্ষিকী পালন ঝটিকা মিছিল বের করার দায়ে চাঁদপুরের শাহরাস্তিতে চার আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৪ জুন) দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

শাহরাস্তি মডেল থানা সূত্রে জানা গেছে, বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ২৩ জুন সন্ধ্যায় উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের ওয়ারুক রেলওয়ে স্টেশন বাজার এলাকার একটি ঝটিকা মিছিল বের করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে মিছিলকারীরা পালিয়ে যায়।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে বাংলাদেশ সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্যপদ গ্রহণ, সংগঠনের আদর্শ ও সত্তাকে সমর্থন, রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র, জননিরাপত্তা ও সার্বভৌমত্ব বিঘ্ন করার উদ্দেশ্যে আতঙ্ক সৃষ্টির অভিযোগে ২০০৯ সালের সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করে। মামলায় ৪৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও অনেককে আসামি করা হয়।

রাতে অভিযান চালিয়ে আলীপুর গ্রামের তফাদার বাড়ির আব্দুল হকের পুত্র মোঃ ফারুক হোসেন (৪৯), রাড়া গ্রামের মুন্সি বাড়ির মৃত নুরুল ইসলামের পুত্র সেলিম মুন্সি(৬৫), আলমগীর হোসেনের পুত্র মেহেদী হাসান (২৬) ও আলীপুর গ্রামের নোয়া বাড়ির মৃত এবায়েত উল্ল্যাহর পুত্র মোঃ দুলাল তালুকদারকে (৫৫) গ্রেফতার করে।

শাহরাস্তি মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল বাসার জানান, আইনশৃঙ্খলা বজায় রাখতে পুলিশ কাজ করছে। এ ব্যাপারে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।