হাজীগঞ্জে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের উপজেলা সহ-সভাপতি ও গাউছিয়া কমিটি বাংলাদেশের উপজেলা সাধারণ সম্পাদক ক্বারী মো. বিল্লাল হোসাইন পাটওয়ারী (৫২) হৃদরোগে আক্রান্ত হয়ে মৃতুবরণ করেছেন। মঙ্গলবার (২৭ আগস্ট) সকালে তিনি পৌরসভাধীন ৭নং ওয়ার্ড টোরাগড় উত্তরপাড়া পাটওয়ারী বাড়িতে ইন্তেকাল করেন।
এদিন বিকালে নিজ বাড়ি চাঁদপর সদর উপজেলার বাবুরহাট কল্যানদী এলাকায় দ্বিতীয় জানাযা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এর আগে হাজীগঞ্জ পৌরসভাধীন বদরপুর দরবার শরীফ কমপ্লেক্স মাঠে প্রথম জানাযা অনুষ্ঠিত হয়। তিনি সদর উপজেলার কল্যাণদী এলাকার লোকমান হোসেন পাটওয়ারীর ছেলে।
জানা গেছে, গত ১৪ আগস্ট, বৃহস্পতিবার দিবাগত রাতে নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হন ক্বারী মো. বিল্লাল হোসাইন পাটওয়ারী। এসময় তাকে স্থানীয় একটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজধানীর হৃদরোগ ইনিস্টিউট হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে তিনি চিকিৎসা নিয়ে সম্প্রতি নিজ বাড়িতে আসেন।
এরপর মঙ্গলবার (২৭ আগস্ট) সকালে তিনি নিজ বাড়ি টোরাগড় উত্তর পাড়া পাটওয়ারী বাড়িতে মৃতুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, চার ছেলে, এক মেয়ে ও নাতি-নাতনি’সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। এদিকে মৃত্যুর আগ পর্যন্ত তিনি ইসলামী রাজনৈতিক দল’সহ একাধিক সামাজিক ও মানবিক সংগঠনের সাথে প্রত্যক্ষ সম্পৃক্ত ছিলেন।
এছাড়াও ক্বারী মো. বিল্লাল হোসাইন পাটওয়ারী হাজীগঞ্জ পৌরসভাধীন বদরপুর মসজিদে গাউছুল আজম জিলানী (রা) জামে মসজিদের খতিব ও পেশ ইমামের দায়িত্ব পালনের পাশাপশি তিনি একজন ব্যবসায়ী ছিলেন। এর আগে তিনি টোরাগড় পূর্বপাড়া হাজী রহিম উদ্দিন জামে মসজিদের ইমামের দায়িত্ব পালন করেন।
এদিকে ক্বারী মো. বিল্লাল হোসাইন পাটওয়ারীর মৃত্যুতে পরিবার, আত্মীয়-স্বজন, রাজনৈতিক, সামাজিক ও মানবিক সংগঠনের নেতৃবৃন্দের মাঝে শোকের ছায়া নেমে আসে। তাঁর মৃত্যুতে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, গাউছিয়া কমিটি বাংলাদেশ, আহলে সুন্নাত ওয়াল জামায়াত’ বিভিন্ন সামাজিক ও মানবিক সংগঠনের নেতৃবৃন্দ শোকপ্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।