হাজীগঞ্জ পৌর যুবদলের সদ্য সাবেক যুগ্ম আহবায়ক জহির আহমেদ জহিরের বাবা মোহাম্মদ সৈয়দ আলীর ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বাদ জুমআ টোরাগড় পূর্বপাড়া হাজী রহিম উদ্দিন জামে মসজিদে এ দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়।
মাহফিলে তাঁর বাবার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, মসজিদের পেশ ইমাম ও খতিব হাফেজ মাওলানা বিএম মাহদী। এর আগে পবিত্র কোরআন মাজিদ থেকে তেলওয়াত ও দোয়া-মাহফিল পরিচালনা করেন, মসজিদের মুয়াজ্জিন হাফেজ মো. জুবায়ের আহমেদ।
দোয়া-মাহফিলে, পৌর যুবদলের সদ্য সাবেক আহবায়ক মিজানুর রহমান সেলিম, পৌর ৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন তালুকদার, পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব, শাহীন মজুমদার, পৌর বিএনপি নেতা ডাঃ জহিরুল হক তালুকদার।
উপস্থিত ছিলেন, পৌর শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক সোহেল রানা সোহেল, ৭নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক ইয়াসিন আরাফাত, সাংগঠনিক সম্পাদক বিক্রম হোসেন, জসিম মজুমদার, এস এ রহিম, ছাত্রদলের সাধারণ সম্পাদক মেহরাব হোসেন’সহ দলীয় নেতৃবৃন্দ।
এছাড়াও মসজিদের ধর্মপ্রাণ মুসুল্লি, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। দোয়া ও মোনাজাত শেষে উপস্থিতির মাঝে তাবারুক বিতরণ করা হয়।
স্টাফ রিপোর্টার॥ 



















