শ্রদ্ধেয়,
জেলা প্রশাসক মহোদয়, জনাব মোহাম্মদ মোহসীন উদ্দিন, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, চাঁদপুর । বাংলাদেশ সেনাবাহিনী চাঁদপুর জেলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা লে: কর্নেল মোয়াজ্জেম হোসেন, চাঁদপুর জেলার পুলিশ সুপার মহোদয়, জনাব মোহম্মদ আব্দর রকিব, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনে আল জায়েদ হোসেন, বাংলাদেশ সেনাবাহিনী হাজীগঞ্জ উপজেলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মেজর সাফিউর রহমান, হাজীগঞ্জ থানার ওসি মোহাম্মদ মহিউদ্দিন ফারুক থানার অফিসারগণ, হাজীগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি খালেকুজ্জামান শামীম, সাধারণ সম্পাদক এনায়েত মজুমদার এবং বিভিন্ন মিডিয়ার সাংবাদিকগণ, জেলা ও উপজেলা আনসার বাহিনীর সম্মানিত সদস্যবৃন্দ, ফায়ার সার্ভিস এন্ড ডিফেন্স এর কর্মকর্তা সহ সদস্যগণ, বিভিন্ন পর্যায়ের উপজেলা অফিসার ও কর্মকর্তা গন, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ চাঁদপুর জেলা, হাজীগঞ্জ উপজেলা ও পৌরসভা সকল পর্যায়ের নেতৃবৃন্দ, বিভিন্ন পূজা মন্ডপের সভাপতি এবং সাধারণ সম্পাদক গণ। জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে নিঃসন্দেহে, ২০২৫ সালের শারদীয় দুর্গোৎসব সুষ্ঠুভাবে এবং সুন্দরভাবে উদযাপন করা আমাদের সকলেরই হৃদয়ের আকাঙ্ক্ষা। এই মহত্ দায়িত্ব পালন, শান্তি ও সৌহার্দ্য বজায় রাখার ক্ষেত্রে আপনারা যে নেতৃত্ব, সহায়তা ও নিষ্ঠা দেখিয়েছেন — এর জন্য আজীবন কৃতজ্ঞতা জানাতে চাই।
আপনাদের সকলের সার্বিক সহযোগিতা, সততা ও দ্বায়বদ্ধতা থাকুক এবং এই প্রতিবারের দুর্গোৎসব হোক অপূর্ব এক মিলনমেলা, যেখানে ধর্মীয় অনুভূতির সঙ্গে — সুরক্ষা, আইন ও সমাজনির্মাণের মূল্যবোধও অটুট থাকবে।
শুভকামনাসহ,
রুহিদাস বণিক
সভাপতি
বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ হাজীগঞ্জ উপজেলা