হাজীগঞ্জ উপজেলা বিএনপি’র নবগঠিত আহ্বায়ক কমিটিতে মোশারফ হোসেন স্বপনকে যুগ্ম আহ্বায়ক হিসেবে মনোনীত করায় গভীর কৃতজ্ঞতা ও আন্তরিক ভালোবাসা প্রকাশ করা হয়েছে।
মোশারফ হোসেন স্বপনকে যুগ্ম আহ্বায়ক নির্বাচিত করায় সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া,দেশনায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এবং হাজীগঞ্জ-শাহরাস্তির মাটি ও মানুষের নির্ভরতার প্রতীক, জিয়া পরিবারের বিশ্বস্ত সহযোদ্ধা, সাবেক চাঁদপুর জেলা বিএনপির সভাপতি ও চাঁদপুর-৫ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী জননেতা ইঞ্জিনিয়ার মমিনুল হক এর প্রতি জানানো হয় অকৃত্রিম কৃতজ্ঞতা ও ভালোবাসা।
সংগঠনের দায়িত্বশীল সূত্রে জানা যায়— স্বপন একজন সৎ, নিবেদিতপ্রাণ ও ত্যাগী নেতা হিসেবে দীর্ঘদিন ধরে তৃণমূল বিএনপির সঙ্গে নিবিড়ভাবে কাজ করে আসছেন। তাঁর এই পদপ্রাপ্তি নেতাকর্মীদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।
উল্লেখ্য, চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক ও সাধারণ সম্পাদক অ্যাড. এ কে এম সেলিম উল্লাহ সেলিম এর স্বাক্ষরে ৭৩ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়। এতে আহ্বায়ক ও সদস্য সচিবসহ ১৮ জন যুগ্ম আহ্বায়ক এবং ৫৩ জন সদস্য অন্তর্ভুক্ত রয়েছেন।
নবগঠিত কমিটি ঘোষণার পর হাজীগঞ্জ উপজেলা বিএনপি’র নেতা-কর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ছড়িয়ে পড়ে। তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেছেন নেতারা।
Reporter Name 



















