ঢাকা 6:33 am, Thursday, 14 August 2025

শাহরাস্তিতে অবৈধভাবে জমি দখলের চেষ্টা

  • Reporter Name
  • Update Time : 03:24:04 am, Friday, 28 October 2022
  • 20 Time View

মোঃ হাবিবুর রহমান ভূঁইয়াঃ

শাহরাস্তি বিএস খতিয়ান করে জমি দখলের চেষ্টা বিএস সংশোধনের জন্য বিজ্ঞ যুগ্ম জেলা জজ আদালত চাঁদপুরে নিজাম উদ্দিন গঙ্গের বিরুদ্ধে মোকদ্দমা রুজু করা হয়েছে।

ঘটনার বিবরণী জানাযায়, শাহারাস্তি উপজেলার (সলেঙ্গা ৪৪৪ মৌজা হালে ১৫৬ মৌজা) চিতোষী পূর্ব ইউনিয়নের সালেঙ্গা গ্রামের মৃত আব্দুল হাদীর ছেলে মোঃ শাহ আলম এই প্রতিনিধিকে জানান তিনি পুলিশ কনস্টেবলে চাকুরি করতেন। তার বাবা ছিলেন নিরক্ষর তিনি জমি জমার কিছুই বুঝতেন না এই সুবাদে অভিযুক্ত নিজামুদ্দিন গংরা নিম্নে বর্ণিত জমিগুলো বিএস খতিয়ান করে নেয়।

সলেঙ্গা নিবাসী মরহুম ইব্রাহিম সিএস ৩, ৬, ৯, ১০ নং খতিয়ানে২৬.৮৫ একর ভূমির হিস্যা ৪ আনা অংশে ৫.৭২ একর ভূমিতে মালিক থাকিয়া দুই পুত্র আব্দুল আজিজ ও আব্দুল মজিদের নিকট ১৪/০৯/১৯২০ইং ১৪৮৪ নং সাব কবলা দলিল মূলে ৭৫ শতক বিক্রি করে। অপরপুত্র শামসুল হককে ১৫/০২/১৯২২ ইং সনে দানপত্র দলিল মূলে ৩৮ শতক জমিন দান করেন।সি এস মালিক ইব্রাহীমের বিক্রয় ও বিক্রি বাদ৪৫৯ শতকআঃ আজিজ ও জুলেখা মালিক হন। শাহআলমের

দাদা মোঃ আঃ আজিজের একমাত্র পুত্র আবদুল হাদীকে ওয়ারীশ রাখিয়া মৃর্ত্যু বরন করেন। আঃ হাদীর ফুফাতো ভাই মোঃ মিয়া হতে ৩১.৫০ শতক খরিদ করেন।ফুফাতো ভাই মোঃ মিয়া বাদ বাকী অংশ মৌখিকভাবে দান করেন।

শাহআলম চাকুরি রত থাকাকালীন বি এস জরিপের সময় তিনি ছিলেন না। ওই সময় তার বড় ভাই (অবসর প্রাপ্ত পুলিশ) আবুল কাসেম অসুস্থ্য ও তার আর এক ভাই আবুল কালাম পি. ডাব্লিউ.ডিতে চাকুরী রতাবস্থায় মারা যায়। তারা না থাকার কারনে ভূমিদস্যু চক্রের লোকজন শাহ আলম গংদের সম্পত্তি নিজেদের নামে বি এস খতিয়ান করে নেয়। বি এস খতিয়ান সংশোধনের জন্য দেওয়ানী মামলা রুজু করেন শাহআলম গং।

মামলা চলমান অবস্থায় ওই চক্রের সদস্য রিপন পাটোয়ারী, শিপন আহম্মেদ, ওয়ালিউল্যাহ, ওমর ফারুক, সাদ্দাম হোসেন, মানিক মিয়া, সাইফুল ইসলাম সহ আরো কতেক লোক নিয়ে গত ২১/১০/২০২২ইং শুক্রবার সকাল ৯টার দিকে শাহ আলম গং তাদের নিজ জমিতে হাল চাষ করতে গেলে উপরোল্লিখিত ব্যক্তি গন শাহআলমের ভাই সহ পরিবারের সবাইকে ভয়ভীতি জমি দখল সহ হত্যার হুমকী প্রদান করেছে বলে জানান মামলার বাদী শাহআলম।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

সুহিলপুর ইয়াং স্টার ব্লাড ফাউন্ডেশনের নতুন কমিটি ঘোষণা

শাহরাস্তিতে অবৈধভাবে জমি দখলের চেষ্টা

Update Time : 03:24:04 am, Friday, 28 October 2022

মোঃ হাবিবুর রহমান ভূঁইয়াঃ

শাহরাস্তি বিএস খতিয়ান করে জমি দখলের চেষ্টা বিএস সংশোধনের জন্য বিজ্ঞ যুগ্ম জেলা জজ আদালত চাঁদপুরে নিজাম উদ্দিন গঙ্গের বিরুদ্ধে মোকদ্দমা রুজু করা হয়েছে।

ঘটনার বিবরণী জানাযায়, শাহারাস্তি উপজেলার (সলেঙ্গা ৪৪৪ মৌজা হালে ১৫৬ মৌজা) চিতোষী পূর্ব ইউনিয়নের সালেঙ্গা গ্রামের মৃত আব্দুল হাদীর ছেলে মোঃ শাহ আলম এই প্রতিনিধিকে জানান তিনি পুলিশ কনস্টেবলে চাকুরি করতেন। তার বাবা ছিলেন নিরক্ষর তিনি জমি জমার কিছুই বুঝতেন না এই সুবাদে অভিযুক্ত নিজামুদ্দিন গংরা নিম্নে বর্ণিত জমিগুলো বিএস খতিয়ান করে নেয়।

সলেঙ্গা নিবাসী মরহুম ইব্রাহিম সিএস ৩, ৬, ৯, ১০ নং খতিয়ানে২৬.৮৫ একর ভূমির হিস্যা ৪ আনা অংশে ৫.৭২ একর ভূমিতে মালিক থাকিয়া দুই পুত্র আব্দুল আজিজ ও আব্দুল মজিদের নিকট ১৪/০৯/১৯২০ইং ১৪৮৪ নং সাব কবলা দলিল মূলে ৭৫ শতক বিক্রি করে। অপরপুত্র শামসুল হককে ১৫/০২/১৯২২ ইং সনে দানপত্র দলিল মূলে ৩৮ শতক জমিন দান করেন।সি এস মালিক ইব্রাহীমের বিক্রয় ও বিক্রি বাদ৪৫৯ শতকআঃ আজিজ ও জুলেখা মালিক হন। শাহআলমের

দাদা মোঃ আঃ আজিজের একমাত্র পুত্র আবদুল হাদীকে ওয়ারীশ রাখিয়া মৃর্ত্যু বরন করেন। আঃ হাদীর ফুফাতো ভাই মোঃ মিয়া হতে ৩১.৫০ শতক খরিদ করেন।ফুফাতো ভাই মোঃ মিয়া বাদ বাকী অংশ মৌখিকভাবে দান করেন।

শাহআলম চাকুরি রত থাকাকালীন বি এস জরিপের সময় তিনি ছিলেন না। ওই সময় তার বড় ভাই (অবসর প্রাপ্ত পুলিশ) আবুল কাসেম অসুস্থ্য ও তার আর এক ভাই আবুল কালাম পি. ডাব্লিউ.ডিতে চাকুরী রতাবস্থায় মারা যায়। তারা না থাকার কারনে ভূমিদস্যু চক্রের লোকজন শাহ আলম গংদের সম্পত্তি নিজেদের নামে বি এস খতিয়ান করে নেয়। বি এস খতিয়ান সংশোধনের জন্য দেওয়ানী মামলা রুজু করেন শাহআলম গং।

মামলা চলমান অবস্থায় ওই চক্রের সদস্য রিপন পাটোয়ারী, শিপন আহম্মেদ, ওয়ালিউল্যাহ, ওমর ফারুক, সাদ্দাম হোসেন, মানিক মিয়া, সাইফুল ইসলাম সহ আরো কতেক লোক নিয়ে গত ২১/১০/২০২২ইং শুক্রবার সকাল ৯টার দিকে শাহ আলম গং তাদের নিজ জমিতে হাল চাষ করতে গেলে উপরোল্লিখিত ব্যক্তি গন শাহআলমের ভাই সহ পরিবারের সবাইকে ভয়ভীতি জমি দখল সহ হত্যার হুমকী প্রদান করেছে বলে জানান মামলার বাদী শাহআলম।