মো. জহির হোসেন:
হাজীগঞ্জ থানার উদ্যোগে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে র্যালি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১০টায় থানা থেকে র্যালিটি শুরু হয়ে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়ক প্রদক্ষিণ শেষে থানায় এসে র্যালিটি শেষ হয়।
র্যালি শেষে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ জোবাইর সৈয়দের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ-ফরিদগঞ্জ) সার্কেল পঙ্কজ দে।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও পৌর কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি রোটা. আহসান হাবিব অরুন, উপজেলা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি আলী আশরাফ দুলাল, হাজীগঞ্জ বাজার ব্যবসায়ি সমিতির সভাপতি ও কমিউনিটি পুলিশিংয়ের সাধারণ সম্পাদক আসফাকুল আলম চৌধুরী, আওয়ামী লীগ নেতা রেজাউল করিম মিন্টু, পৌর মহিলা আওয়ামী লীগের সভাপতি ফেরদৌসি বেগম, ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন বাচ্চু, মোস্তফা কামাল মজুমদার, কাজী নুরুর রহমান বেলাল, মিজানুর রহমান, ইউছুফ প্রধানীয়া সুমন, পৌর কাউন্সিলর শাহআলম, মনির হোসেন, ২নং বাকিলা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটন।
আলোচনা সভা শেষে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে কেক কাটা হয়।
অনুষ্ঠান পরিচালনা করেন থানার উপ পরিদর্শক (এসআই) মোস্তাক আহমেদ।