মো. জহির হোসেন:
চাঁদপুরের হাজীগঞ্জের হরিপুরের আখন বাড়িতে পানিতে ডুবে মোবাশ্বেরা (৩) নামের এক শিশুর মৃত্যু বরণ করেছে।
বুধবার সকাল ১১ টার দিকে নিজ বাড়ির পুকুরেরর পানিতে ডুবে এ ঘটনা ঘটে। সে ঐ বাড়ির আবদুল মান্নানের মেয়ে।
শিশুটির বাবা আবদুল মান্নান জানান, বাড়ির উঠানে খেলতে গিয়ে নিখোঁজ হয়। পরে খোঁজ করে পুকুরের পানিতে ভাসতে দেখে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষনা করে।
এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ জোবাইর সৈয়দ জানান, আমরা খবর পেয়ে শিশুটির বাড়িতে পুলিশ পাঠিয়েছি।
Reporter Name 


















