মোহাম্মদ হাবীব উল্যাহ্ :
চলতি মৌসুমে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে হাজীগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে বিনামূল্যে রোপা আমন ধানের উচ্চ ফলনশীল (উফশী) জাতের বীজ ও সার বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। ২০২৩-২৪ অর্থবছরের রবি মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার সাড়ে ৮ হাজার কৃষকদের মাঝে এই বীজ ও সার বিতরণ করা হবে।
উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি অর্থবছরে ৩ হাজার ৪’শ কৃষক জনপ্রতি ৫ কেজি উফশী আমন ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার, রবি প্রনোদনা হিসাবে ৯টি ফসলের জন্য ১ হাজার ৬’শ কৃষকের মধ্যে বীজ ও সার এবং ৩ হাজার ৫’শ কৃষকের মাঝে হাইব্রিড ধান বীজ দেয়া হচ্ছে।
কৃষি কর্মকর্তা কৃষিবীদ দিলরুবা খানম বলেন, এ বছর হাজীগঞ্জে ৯ হাজার ৬৬১ হেক্টর জমিতে ৩৪ হাজার মেট্রিকটন ধান উৎপাদনের লক্ষ্যমাত্রাসহ বিভিন্ন রবি শষ্যের (ফসল) উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে আশাকরি উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জিত হবে।
তিনি বলেন, বর্তমান সরকার করোনা পরবর্তী সময়ে কৃষক সমাজের উন্নয়নে এবং কৃষি পন্যের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিভিন্ন সময় বিনামূল্যে বীজ ও সার বিতরণ করার মাধ্যমে কৃষকের পাশে থেকে তাদের সহযোগিতা করে যাচ্ছেন।
কৃষি কর্মকর্তা আরো বলেন, ইতিমধ্যে বেশিরভাগ ইউনিয়নে সার ও বীজ বিতরণ সম্পন্ন হয়েছে। যে কয়টি ইউনিয়ন বাকি আছে, তা চলতি সপ্তাহের মধ্যে বিতরণ করা হবে।