ঢাকা ০৯:০৮ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

শৈত্যপ্রবাহ থাকবে আরো কয়েক দিন, হতে পারে বৃষ্টিও

  • Reporter Name
  • Update Time : ০৮:৩৩:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১২ জানুয়ারী ২০২৪
  • ৫৪ Time View

প্রচণ্ড শীতে কাঁপছে সারাদেশ। এরমধ্যে চলছে শৈত্যপ্রবাহ। অনেক জেলায় সুর্যের দেখাও মিলছেনা। তবে শীতের তীব্রতা শনিবার থেকে কিছুটা কমতে শুরু করলেও দাপট আরও কয়েক দিন চলমান থাকবে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক বলেন, শীতের তীব্রতা শনিবার (১৩ জানুয়ারি) থেকে কিছুটা কমে আসবে। তবে মঙ্গলবার (১৬ জানুয়ারি) থেকে ফের কোথাও কোথাও শীতের তীব্রতা বাড়তে পারে। রয়েছে বৃষ্টির পূর্বাভাসও।

অন্যদিকে, আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির বলেন, আগামী সপ্তাহের শেষের দিকে আবহাওয়া পরিস্থিতি পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। আপাতত কুয়াশা কাটারও তেমন সম্ভাবনা নেই।

আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ জানান, আগামী ১৭ থেকে ১৯ জানুয়ারির মধ্যে কিছু কিছু জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। এতে তাপমাত্রা কিছুটা কমে কোনো কোনো জেলায় শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।

এদিকে আবহাওয়া অধিদপ্তার বলছে, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলে অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

এ অবস্থায় চাঁদপুর কিশোরগঞ্জ, পাবনা, দিনাজপুর ও চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। দেশের কোথাও কোথাও দিনে ঠান্ডা পরিস্থিতি বিরাজ করতে পারে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

মতলবের নারায়নপুরে ক্রয়কৃত সম্পত্তির চেয়ে অধিক জায়গা দখলের অভিযোগ

শৈত্যপ্রবাহ থাকবে আরো কয়েক দিন, হতে পারে বৃষ্টিও

Update Time : ০৮:৩৩:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১২ জানুয়ারী ২০২৪

প্রচণ্ড শীতে কাঁপছে সারাদেশ। এরমধ্যে চলছে শৈত্যপ্রবাহ। অনেক জেলায় সুর্যের দেখাও মিলছেনা। তবে শীতের তীব্রতা শনিবার থেকে কিছুটা কমতে শুরু করলেও দাপট আরও কয়েক দিন চলমান থাকবে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক বলেন, শীতের তীব্রতা শনিবার (১৩ জানুয়ারি) থেকে কিছুটা কমে আসবে। তবে মঙ্গলবার (১৬ জানুয়ারি) থেকে ফের কোথাও কোথাও শীতের তীব্রতা বাড়তে পারে। রয়েছে বৃষ্টির পূর্বাভাসও।

অন্যদিকে, আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির বলেন, আগামী সপ্তাহের শেষের দিকে আবহাওয়া পরিস্থিতি পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। আপাতত কুয়াশা কাটারও তেমন সম্ভাবনা নেই।

আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ জানান, আগামী ১৭ থেকে ১৯ জানুয়ারির মধ্যে কিছু কিছু জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। এতে তাপমাত্রা কিছুটা কমে কোনো কোনো জেলায় শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।

এদিকে আবহাওয়া অধিদপ্তার বলছে, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলে অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

এ অবস্থায় চাঁদপুর কিশোরগঞ্জ, পাবনা, দিনাজপুর ও চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। দেশের কোথাও কোথাও দিনে ঠান্ডা পরিস্থিতি বিরাজ করতে পারে।