মোহাম্মদ হাবীব উল্যাহ্ :
হাজীগঞ্জ ভ্রাম্যমান আদালতের পৃথক অভিযানে নগদ ৯৩ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় এবং ভুয়া একজন দন্ত চিকিৎসককে ১০ দিনের কারাদন্ড (জেল) প্রদান করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ। সোমবার (১৩ মে) বিকালে হাজীগঞ্জ বাজার এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপস শীল এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত জাহান।
জানা গেছে, এদিন বিকালে হাজীগঞ্জ বাজারে অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। এসময় ভোক্তা অধিকার ও সংরক্ষণ আইন-২০০৯ এর বিভিন্ন ধারা অনুযায়ী ৩টি মামলা দায়ের ও নগদ ৪০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করেন, ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপস শীল। এর মধ্যে গোল্ডেন হাসপাতালকে ৩০ হাজার টাকা, মডেল ফার্মেসীকে ৫ হাজার টাকা ও জনসেবা ফার্মেসিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
একই সময়ে শাহাজাহান মেমোরিয়াল এন্ড ট্রমা হাসপাতাল এন্ড ডায়গণস্টিক সেন্টারের এক্সরে রুম সিলগালা এবং মেডিক্যাল ও ডেন্টাল কাউন্সিল আইন- ২০১০ অনুযায়ী একজন ভুয়া ডেন্টিসের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। ওই মামলায় মা ডেন্টাল কেয়ারের সত্ত্বাধিকার ও ডেন্টিস শাহপরানের সনদ না থাকার পরও চিকিৎসাসেবা দেওয়ার অপরাধে তাকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মো. গোলাম মাওলা নঈম, সহকারী স্যানেটারি ইন্সপেক্টর মো. জসিম উদ্দিন, হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুর রউফসহ অন্যান্য সরকারি কর্মকর্তা উপস্থিত ছিলেন।
এদিকে একই দিন (সোমবার) বিকালে হাজীগঞ্জ বাজারে বিভিন্ন হোটেল ও রেস্তোরাঁয় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত জাহান। এসময় তিনি ভোক্তা অধিকার সংরক্ষণ আইন- ২০০৯ এর বিভিন্ন ধারা অনুযায়ী ৭টি হোটেলের বিরুদ্ধে ৭টি মামলা দায়ের এবং ওইসব মামলায় পৃথক পৃৃথক হারে নগদ ৫৩ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করেন।
এর মধ্যে হোটেল নিউ শেরাটনে নগদ ১০ হাজার টাকা, স্টার হোটেলে ৭ হাজার টাকা, রিজিক হোটেলে ১০ হাজার টাকা, নোয়াখালী হোটেলে ৭ হাজার টাকা, ভাই ভাই হোটেলে ৪ হাজার টাকা, উজ্জল হোটেলে ১০ হাজার টাকা ও থ্রীস্টার হোটেলে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় স্যানেটারি ইন্সপেক্টর মো. সামছুল ইসলাম রমিজ, হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সহিদুল হাসানসহ অন্যান্য সরকারি কর্মকর্তা উপস্থিত ছিলেন।