মতলব উত্তর ব্যুরো চাঁদপুরের মতলব উত্তরে আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নিকাহ রেজিস্ট্রার লাইসেন্স বাতিলের পরও বিয়ে পড়ানোর অভিযোগ উঠেছে কাজীর বিরুদ্ধে। অভিযুক্ত কাজী মতলব উত্তর উপজেলার দূর্গাপুর ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের ওয়াছ কুরুনি সরকার। সে দর্গাপুর ইউনিয়ন মুসলিম নিকাহ্ ও তালাক রেজিস্ট্রার ছিল।
কিন্তু আইন ও বিচার বিভাগ শাখা -৭ কর্তৃক গত ১৩ সেপ্টম্বর ২০২৩ সালে ওয়াছ কুরুনি সরকারের লাইসেন্স বাতিল করে পদটি শূন্য করে। গত ৩ জুন ২০২৪ ইং তারিখে ঐ পদে নিয়োগ দেওয়া হয় দূর্গাপুর ইউনিয়নে নিশ্চিন্তপুর গ্রামের রফিকের ছেলে মো. মাসুম বিল্লাহকে। পরদিন কার্যক্রম চালানোর অনুমতি দেয় চাঁদপুর জেলা রেজিস্ট্রার অফিস। অন্য দিকে ১০ কার্যদিবসের মধ্যে ওয়াছ কুরুনির কাছে থাকা রেকর্ড, নিকাহ ও তালক রেজিস্ট্রার, বালাম বই মাসুম বিল্লাহকে বুঝিয়ে দেওয়ার জন্য নির্দেশ দেয়। জেলা রেজিস্ট্রারের নির্দেশ না মানায় গত ১৬ জুলাই ২০২৪ ইং তারিখে ৩ দিন সময় বেধে আরেকটি নির্দেশ দেয়। তাও না মানায় গত ২৮ অক্টোবর ২০২৪ ইং তারিখে ৫ দিন সময় বেধে আরেকটি নির্দেশ দেয় জেলা রেজিস্ট্রার অফিস। এসব কিছুর তোয়াক্কা না করে চালে যাচ্ছে তার কার্যক্রম।
এদিকে দূর্গাপুর ইউনিয়নের একই বিবাহ অনুষ্ঠানে নিয়োগপ্রাপ্ত কাজী হিসেবে উপস্থিত হয় কাজী মাসুম বিল্লাহ ও লাইসেন্স বাতিল হওয়া ওয়াছ কুরুনি। দুজনই কাজী দাবি করে। এতে ভোগান্তিতে বর-কনে পক্ষদ্বয়। এ নিয়ে দুই কাজীর মধো হই-চই,হুটগোল, গালমন্দ ও ভাগ বিতন্ডার খবর পাওয়া গেছে।
এ বিষয় রেজিস্ট্রারকৃত কাজী মাসুম বিল্লাহ বলেন, ওয়াছ কুরুনি সরকারের লাইসেন্স বাতিল করা হয়েছে এবং আমাকে নিয়োগ দেওয়া হয়েছে। একে একে ৩ বার নির্দেশনা দিলেও সে কাগজপত্র আমাকে বুঝিয়ে দেয়নি। আদেশর কপি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অফিসার ইনচার্জকে অনুলিপি দেওয়া হয়েছে। তাই প্রশাসন এ বিষয়ে ব্যবস্তা গ্রহনের অনুরোধ করছি। এ বিষয়ে অভিযুক্ত ওয়াছ কুরুনি বলেন, এনবিষয়ে একটি মামলা চলমান আছে।