স্টাফ রিপোর্টার॥
চাঁদপুরে বিভিন্ন মানবাধিকার সংগঠনগুলো ৭৭তম বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা করেছেন, বিশ্ব আন্তর্জাতিক মানবাধিকার দিবস নিয়ে একান্ত ভাবে কথা হয় মানবাধিকারকর্মী মোঃ হোসেন মোল্লা লিটন এর সাথে।
তিনি মানবাধিকার শুধু মানব কল্যাণেই গ্রহিত হচ্ছে, মানুষের মঙ্গল ও ন্যায় বিচার পাওয়ার জন্য কাজ করছে, মানবাধিকার সংগঠনগুলো সঠিক ভাবে যাতে মানুষ তার ন্যায্য অধিকার পায় তার জন্য কাজ করছে, যেখানে অনিয়ম, সেখানেই মানবাধিকার প্রয়োগ হওয়ার অধিকার রাখে।
তিনি বলেন, আন্তর্জাতিক বিশ্ব মানবাধিকার দিবস আমাদের অধিকার, আমাদের ভবিষ্যৎ, পৃথিবীর অন্যান্য দেশের সঙ্গে বাংলাদেশেও দিবসটি পালন করে আসছে। বিশেষ করে জাতীয় মানবাধিকার কমিশনসহ দেশের মানবাধিকার সংগঠনগুলো মানববন্ধন ও আলোচনা সভাসহ নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করেছে।
বিশ্বব্যাপী মানবাধিকার রক্ষা ও উন্নয়নের লক্ষ্যে জাতিসংঘের সাধারণ পরিষদ ১৯৪৮ সালের ১০ ডিসেম্বর মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্র গ্রহণ করে। এ ঘোষণার মাধ্যমে স্বীকত হয় যে জন্মস্থান, জাতি, ধর্ম, বর্ণ, বিশ্বাস, অর্থনৈতিক অবস্থা কিংবা শিক্ষাগত যোগ্যতা নির্বিশেষে মানবাধিকার সর্বজনীন ও সবার জন্য সমান। প্রতিটি মানুষ জন্মগতভাবেই এসব অধিকার লাভ করে।