মোঃ হাবিবুর রহমান ভূঁইয়া :
চোরাইকৃত স্বর্ণ সহ দুই চোরকে গ্রেফতার করেছে শাহরাস্তির থানা পুলিশ। গত ৩ মে মধ্য রাতে শাহরাস্তি থানাধীন টামটা উত্তর ইউপি এর হোসেনপুর সাকিনস্থ হোসেনপুর মধ্য বাজারে বাদী মিজানুর রহমান এর নিজ নামীয় মক্কা জুয়েলার্সের কারখানায় অজ্ঞাতনামা চোরেরা টিনের চাল কাটিয়া কারখানায় প্রবেশ করিয়া ড্রয়ারে রক্ষিত ২৫ ভরি ১২ আনা স্বর্ণ মোট মূল্য ৪১,৩৪,০০০/- (একচল্লিশ লক্ষ চৌত্রিশ হাজার) টাকা এবং নগদ ৭৫,০০০/- (পচাঁত্তর হাজার) টাকা চুরি করিয়া নিয়া যায়।
এ বিষয়ে মিজানুর রহমান বাদী হয়ে শাহরাস্তি মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়। শাহরাস্তি থানার মামলা নং-০২, তাং ০৪/০৫/২৫খ্রিঃ, ধারা- ৪৫৭/৩৮০ পেনাল কোড ।
মামলার তদন্তভার এসআই (নিঃ) মোঃ আতোয়ার রহমান এর উপর অর্পন করা হয়, ০৪/০৫/২০২৫ তারিখ গোপন সংবাদের ভিত্তিতে শাহরাস্তি থানার অফিসার ইনর্চাজ মোহাম্মদ আবুল বাসার পিপিএম (বার) এর নেতৃত্বে, পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ অলি উল্লাহ এর সহায়তায় এসআই(নিঃ) মোঃ আতোয়ার রহমান সঙ্গীয় ফোর্সসহ শাহরাস্তি থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া মামলার ঘটনার সহিত জড়িত আসামী ০১। মেহেরাজ (১৯), পিতা- হানিফ, মাতা- মনি বেগম, সাং- হোসেনপুর (স্বর্ণকার পাড়া), পশ্চিম বাড়ী, থানা শাহরাস্তি, জেলা- চাঁদপুরকে ০১ ভরি ০৩ আনা ০৩ রত্তি চোরাই স্বর্ণসহ আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে মেহেরাজ জানায় যে, সে সহ ০৩ জন মক্কা জুয়েলার্সের কারখানায় চুরি করিয়াছে। তাৎক্ষণিক অভিযান পরিচলান করিয়া ঘটনার সহিত জড়িত আসামী ০২। মোঃ সালাউদ্দিন (২৮), পিতা- মৃত ছাফর আলী, মাতা- মৃত সুফিয়া বেগম, সাং- পরানপুর (মুন্সি বাড়ী), উভয় থানা- শাহরাস্তি, জেলা- চাঁদপুর চাঁদপুরকে ডিএমপি ঢাকার মোহাম্মদপুর এলাকা হইতে অভিযান পরিচালনা করিয়া চোরাই উদ্ধারকৃত ১৩ ভরি, ৩ আনা ০৩ রত্তি স্বর্ণ সহ আটক করা হয়।
আসামীদের হেফাজত হইতে সর্বমোট ১৪ ভরি, ৭ আনা স্বর্ণালংকার উদ্ধার করা হয়। পরবর্তীতে উক্ত আসামীদেরকে মামলার ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হইতেছে।