হাজীগঞ্জে কোরবানির পশুর হাট পরিদর্শন করেছেন, জেলাপ্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন ও পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব। বৃহস্পতিবার (৫ জুন) জেলার বিভিন্ন কোরবানির পশুর হাট পরিদর্শনের অংশ হিসেবে হাজীগঞ্জের সবচে বড় কোরবানির পশুর হাট বাকিলা বাজার পরিদর্শন করেন।
এসময় হাটের ইজারাদার আব্দুল মতিন স্বপন’সহ ক্রেতা ও বিক্রেতাদের সঙ্গে কথা বলেন তারা। পরিদর্শনকালে জেলাপ্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন ইজারাদারদের উদ্দেশ্য করে বলেন, কোন অবস্থাতে সড়কের পাশে গরু রাখা যাবে না এবং পর্যাপ্ত লোক রাখতে হবে, যাতে বাজারে যানজট সৃষ্টি না হয়।
কোরবানির পশু ক্রেতা ও বিক্রেতাদের উদ্দেশ্যে তিনি বলেন, প্রতারক চক্রের হাত থেকে সাবধান থাকতে হবে। লেনদেনের টাকা দেখে-গুনে বুঝে নিবেন। জাল টাকা না চিনলে, যিনি টাকা চিনেন, তার মাধ্যমে টাকা লেনদেন করবেন। এছাড়া গরু ক্রয়-বিক্রয়ে কোনো সমস্যার সম্মুখীন হলে পুলিশের সহযোগিতা নিতে পারেন।
জেলাপ্রশাসক ও পুলিশ সুপারের পশুর হাট পরিদর্শনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনে আল জায়েদ হোসেন, হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন ফারুক, বাকিলা ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান মিলন, হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হাসান মাহমুদ, সাধারণ সম্পাদক খন্দকার আরিফ উপস্থিত ছিলেন।