ঢাকা ০৬:১৯ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

প্রেমের বিয়ের ৩ বছরেই জীবন প্রদীপ নিভেগেলো গৃহবধূর

  • Reporter Name
  • Update Time : ১২:০১:০৩ পূর্বাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫
  • ১৩২ Time View

চাঁদপুরের ফরিদগঞ্জে সায়েরা আক্তার বিথী (২২) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। শনিবার (২১ জুন) বিকেলে উপজেলার বালিথুবা পূর্ব ইউনিয়নের মানিকরাজ গ্রামের জাল্লা বাড়িতে এই ঘটনা ঘটে।

নিহত বিথী মানিকরাজ গ্রামের সৌদি প্রবাসী মো. সাগরের স্ত্রী। তার বাবার বাড়ি পাবনা জেলায়। তবে আত্মহত্যার কারণ নিয়ে তৈরি হয়েছে রহস্য। স্থানীয়দের অনেকেই ঘটনাটিকে সন্দেহজনক বলছেন। বিথীর মৃত্যু নিযে রহস্য দানা বাধছে।

পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় তিন বছর আগে প্রেমের সম্পর্কের মাধ্যমে বিথী ও সাগরের বিয়ে হয়। দাম্পত্য জীবনে কোনো অস্বাভাবিকতা ছিল না বলে দাবি করেছেন স্বজনরা। এক বছর আগে জীবিকার তাগিদে সাগর সৌদি আরবে পাড়ি জমান।

বিথীর শাশুড়ি খাদিজা বেগম জানান, শনিবার দুপুরে বিথী মোবাইল ফোনে সাগরের সঙ্গে কথা বলে। এরপর আমার রুমে কিছুক্ষণ বসে থাকে। একপর্যায়ে আমি ঘুমিয়ে পড়ি। ঘুমানোর আগেই সে আমার রুমের দরজা বাইরে থেকে টেনে বন্ধ করে দেয়। কিছুক্ষণ পর তাকে ডাকাডাকি করলেও কোনো সাড়া পাই না। পরে পাশের ঘরের ভাবীকে ডেকে দরজা খুলি। তখন দেখি বিথীর নিজের রুমের দরজাও ভেতর থেকে বন্ধ। জানালা দিয়ে উঁকি দিয়েও কিছু বোঝা যাচ্ছিল না। পরে জানালায় ধাক্কা দিয়ে জানালা খুলি, তখন দেখি বিথী গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়েছে। চিৎকার করলে আশপাশের লোকজন এসে দরজা ভেঙে ভেতরে ঢুকে বিথীর নিথর দেহ উদ্ধার করে।

এ বিষয়ে জানতে চাইলে খাদিজা বেগম আত্মহত্যার নির্দিষ্ট কোনো কারণ জানাতে পারেননি। পরে স্থানীয়দের মাধ্যমে থানায় খবর দেয়া হলে ফরিদগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আরিফুর রহমান ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালের মর্গে পাঠান।

এদিকে, স্থানীয়রা জানায়, পাঁচ-সাত দিন আগে পাশের বাড়ির জহিরের ছেলে শান্তর স্ত্রী বিথীর শ্বশুরবাড়িতে এসে তাকে বকাঝকা করে। তারা অভিযোগ করেন, বিথী শান্তর সঙ্গে মোবাইলে কথা বলতেন। এই বিষয়ে শান্তর স্ত্রী বিথীকে তার সংসার নষ্ট না করার জন্য অনুরোধ করেন এবং গালিগালাজ করে চলে যান।

আরও পড়ুন: বান্ধবীকে নিয়ে ছাত্রহলে রাত্রিযাপন, ভিডিও ভাইরাল

পরবর্তীতে বিথীর শাশুড়ি খাদিজা বেগম এ ঘটনা ছেলে সাগরকে জানান। সাগর তখন মাকে বলেন, বিথীকে যেন মোবাইল ব্যবহার করতে না দেয়া হয়।

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ্ আলম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

হাজীগঞ্জ ৫ নং সদর পশ্চিম ইউনিয়ন যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত

প্রেমের বিয়ের ৩ বছরেই জীবন প্রদীপ নিভেগেলো গৃহবধূর

Update Time : ১২:০১:০৩ পূর্বাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫

চাঁদপুরের ফরিদগঞ্জে সায়েরা আক্তার বিথী (২২) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। শনিবার (২১ জুন) বিকেলে উপজেলার বালিথুবা পূর্ব ইউনিয়নের মানিকরাজ গ্রামের জাল্লা বাড়িতে এই ঘটনা ঘটে।

নিহত বিথী মানিকরাজ গ্রামের সৌদি প্রবাসী মো. সাগরের স্ত্রী। তার বাবার বাড়ি পাবনা জেলায়। তবে আত্মহত্যার কারণ নিয়ে তৈরি হয়েছে রহস্য। স্থানীয়দের অনেকেই ঘটনাটিকে সন্দেহজনক বলছেন। বিথীর মৃত্যু নিযে রহস্য দানা বাধছে।

পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় তিন বছর আগে প্রেমের সম্পর্কের মাধ্যমে বিথী ও সাগরের বিয়ে হয়। দাম্পত্য জীবনে কোনো অস্বাভাবিকতা ছিল না বলে দাবি করেছেন স্বজনরা। এক বছর আগে জীবিকার তাগিদে সাগর সৌদি আরবে পাড়ি জমান।

বিথীর শাশুড়ি খাদিজা বেগম জানান, শনিবার দুপুরে বিথী মোবাইল ফোনে সাগরের সঙ্গে কথা বলে। এরপর আমার রুমে কিছুক্ষণ বসে থাকে। একপর্যায়ে আমি ঘুমিয়ে পড়ি। ঘুমানোর আগেই সে আমার রুমের দরজা বাইরে থেকে টেনে বন্ধ করে দেয়। কিছুক্ষণ পর তাকে ডাকাডাকি করলেও কোনো সাড়া পাই না। পরে পাশের ঘরের ভাবীকে ডেকে দরজা খুলি। তখন দেখি বিথীর নিজের রুমের দরজাও ভেতর থেকে বন্ধ। জানালা দিয়ে উঁকি দিয়েও কিছু বোঝা যাচ্ছিল না। পরে জানালায় ধাক্কা দিয়ে জানালা খুলি, তখন দেখি বিথী গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়েছে। চিৎকার করলে আশপাশের লোকজন এসে দরজা ভেঙে ভেতরে ঢুকে বিথীর নিথর দেহ উদ্ধার করে।

এ বিষয়ে জানতে চাইলে খাদিজা বেগম আত্মহত্যার নির্দিষ্ট কোনো কারণ জানাতে পারেননি। পরে স্থানীয়দের মাধ্যমে থানায় খবর দেয়া হলে ফরিদগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আরিফুর রহমান ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালের মর্গে পাঠান।

এদিকে, স্থানীয়রা জানায়, পাঁচ-সাত দিন আগে পাশের বাড়ির জহিরের ছেলে শান্তর স্ত্রী বিথীর শ্বশুরবাড়িতে এসে তাকে বকাঝকা করে। তারা অভিযোগ করেন, বিথী শান্তর সঙ্গে মোবাইলে কথা বলতেন। এই বিষয়ে শান্তর স্ত্রী বিথীকে তার সংসার নষ্ট না করার জন্য অনুরোধ করেন এবং গালিগালাজ করে চলে যান।

আরও পড়ুন: বান্ধবীকে নিয়ে ছাত্রহলে রাত্রিযাপন, ভিডিও ভাইরাল

পরবর্তীতে বিথীর শাশুড়ি খাদিজা বেগম এ ঘটনা ছেলে সাগরকে জানান। সাগর তখন মাকে বলেন, বিথীকে যেন মোবাইল ব্যবহার করতে না দেয়া হয়।

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ্ আলম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।