দেশে নতুন করে সৃষ্ট নৈরাজ্য, হত্যা, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে চাঁদপুর জেলা যুবদল বিক্ষোভ সমাবেশ করেছে। বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকালে জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে এই বিক্ষোভ সমাবেশ শুরু হয়। পরে চাঁদপুর শহরের প্রধান সড়ক ঘুরে দলীয় কার্যালয়ে সামনে এসে শেষ হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও জেলা কমিটির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।
তিনি বলেন, ‘দেশ স্বৈরাচার মুক্ত করা হয়েছে। তবে নতুন করে আর কোনো স্বৈরাচার যেন মাথাচাড়া দিয়ে উঠতে না পারে। তার জন্য সবাইকে সতর্ক থাকতে হবে।’
শেখ ফরিদ আহমেদ মানিক আরো বলেন, ‘দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে জামায়াত-শিবিরসহ আরো কিছু রাজনৈতিক দল মিথ্যা ও বানোয়াট তথ্য ছড়াচ্ছে।
যা চরম ধৃষ্টতার শামিল।’
তিনি বলেন, ‘বিএনপি রাজপথের দল, বহুদলীয় গণতন্ত্রের ধারক। এই দলের প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমান ও তার পরিবার নিয়ে কোনো ধরনের কুৎসা কিংবা মিথ্যাচার কেউ সহ্য করবে না। এই জন্য প্রতিটি নেতাকর্মীকে ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকতে হবে।
অনুষ্ঠানে আরো বক্তব্যে দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিমুল্লাহ সেলিম, যুবদলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নূরুল আমিন খান আকাশ প্রমুখ।