ঢাকা 12:17 am, Tuesday, 22 July 2025

হাজীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

হাজীগঞ্জে এসএসসি পরীক্ষার্থীদের উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনে আল জায়েদ হোসেন।

চাঁদপুরের হাজীগঞ্জে এসএসসি পরীক্ষার্থীদের উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
সোমবার (২১ জুলাই) উপজেলা পরিষদ মিলনায়তনে শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনে আল জায়েদ হোসেন। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম (পিবিজিএসআই), এসইডিপি প্রকল্পের আওতায় এ পুরস্কার বিতরণ করা হয়।
জেলা ও উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে ও জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ রুহুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা একেএম জাহাঙ্গীর আলম, হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হাসান মাহমুদ, বেলচোঁ কারিমাবাদ ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ মুফতি মিজানুর রহমান আশ্রাফী, হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. আবু ছাইদ।
উপজেলা একাডেমিক সুপারভাইজার সুনির্মল দেউরীর উপস্থাপনায় অনুষ্ঠানে অধ্যক্ষদের মধ্যে কাজী আবু তাহের আহমদ উল্যাহ, খোদেজা বেগম, প্রধান শিক্ষকদের মধ্যে দীপক চন্দ্র দাস ও মো. মনিরুজ্জামান পাটওয়ারী, অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন, গাজী সালাউদ্দিন ও মো. মাহবুব আলম, কৃতি শিক্ষার্থীদে মধ্যে বক্তব্য রাখেন, মো. ফাহাদ গাজী, সাইমা নুসরাত, অধ্যয়নরত শিক্ষার্থী সাকিয়া বিনতে আলম প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন মাজিদ থেকে তেলওয়াত করেন, শিক্ষার্থী মো. শফিউল আলম ও গীতা থেকে পাঠ করেন জয়িতা সাহা। এসময় সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জাকির হোসেনসহ অন্যান্য অতিথিবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও প্রধান শিক্ষক, ম্যানেজিং কমিটির সভাপতি ও সদস্য, অভিভাবক, কৃতি ও অধ্যয়নরত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

হাজীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

Update Time : 11:06:05 pm, Monday, 21 July 2025
চাঁদপুরের হাজীগঞ্জে এসএসসি পরীক্ষার্থীদের উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
সোমবার (২১ জুলাই) উপজেলা পরিষদ মিলনায়তনে শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনে আল জায়েদ হোসেন। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম (পিবিজিএসআই), এসইডিপি প্রকল্পের আওতায় এ পুরস্কার বিতরণ করা হয়।
জেলা ও উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে ও জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ রুহুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা একেএম জাহাঙ্গীর আলম, হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হাসান মাহমুদ, বেলচোঁ কারিমাবাদ ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ মুফতি মিজানুর রহমান আশ্রাফী, হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. আবু ছাইদ।
উপজেলা একাডেমিক সুপারভাইজার সুনির্মল দেউরীর উপস্থাপনায় অনুষ্ঠানে অধ্যক্ষদের মধ্যে কাজী আবু তাহের আহমদ উল্যাহ, খোদেজা বেগম, প্রধান শিক্ষকদের মধ্যে দীপক চন্দ্র দাস ও মো. মনিরুজ্জামান পাটওয়ারী, অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন, গাজী সালাউদ্দিন ও মো. মাহবুব আলম, কৃতি শিক্ষার্থীদে মধ্যে বক্তব্য রাখেন, মো. ফাহাদ গাজী, সাইমা নুসরাত, অধ্যয়নরত শিক্ষার্থী সাকিয়া বিনতে আলম প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন মাজিদ থেকে তেলওয়াত করেন, শিক্ষার্থী মো. শফিউল আলম ও গীতা থেকে পাঠ করেন জয়িতা সাহা। এসময় সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জাকির হোসেনসহ অন্যান্য অতিথিবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও প্রধান শিক্ষক, ম্যানেজিং কমিটির সভাপতি ও সদস্য, অভিভাবক, কৃতি ও অধ্যয়নরত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।