হাজীগঞ্জ উপজেলাধীন ৯নং গন্ধর্ব্যপুর (উত্তর) ইউনিয়নের আওতাধীন ১নং ওয়ার্ড বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
কমিটির সভাপতি বিল্লাল হোসেন ও সাধারণ সম্পাদক ইসমাইল মোল্লার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গ, স্বেচ্ছাচারিতা ও নানা অনিয়মের অভিযোগ ওঠায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
গত ৫ আগস্ট ২০২৫ (সোমবার) ইউনিয়ন বিএনপির সভাপতি প্রফেসর আব্দুল কুদ্দুস ও সাধারণ সম্পাদক সুলতান মাহমুদের যৌথ স্বাক্ষরে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িয়ে পড়া, সাংগঠনিক কার্যক্রমে গাফিলতি এবং অভ্যন্তরীণ বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ প্রমাণিত হওয়ায় ১নং ওয়ার্ড বিএনপির পূর্ণাঙ্গ কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। দলের স্বার্থে ও শৃঙ্খলা রক্ষায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
স্থানীয় দলীয় সূত্র জানায়, শিগগিরই ওই ওয়ার্ডে নতুন কমিটি গঠনের লক্ষ্যে তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে পরামর্শ করে সাংগঠনিক কার্যক্রম শুরু করা হবে।
কমিটি বিলুপ্তির এই ঘোষণায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়নি । ইউনিয়ন নেতাদের এ সিদ্ধান্তকে স্বাগত জানান ১নং ওয়ার্ড যুবদল ছাত্রদল সহ আমার সংগঠনের নেতাকর্মীরা।