ঐতিহাসিক ৫ আগস্ট এবং ‘জুলাই ছাত্র-জনতার গণঅভ্যুত্থান’-এর প্রথম বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) শাহরাস্তি উপজেলা ও পৌর শাখার যৌথ উদ্যোগে এক বর্ণাঢ্য গণমিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেল ৩টায় পৌর শহর মেহের কালিবাড়ি থেকে শুরু হয়ে দোয়াভাঙ্গা বাজার পর্যন্ত মিছিলটি বিস্তৃত হয়।
পথসভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও চাঁদপুর জেলা বিএনপির সাবেক সভাপতি লায়ন ইঞ্জিনিয়ার মমিনুল হক বলেন, “দেশ আজ দুর্নীতির গভীর খাঁদে নিমজ্জিত। যারা নিজেদের স্বার্থে জনগণকে বঞ্চিত করে, তাদের বিএনপিতে ঠাঁই নেই। দুর্নীতিবাজ ও চাঁদাবাজদের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি। প্রতিটি ওয়ার্ডে অভিযোগ বক্স বসিয়ে সবার জবাবদিহিতা নিশ্চিত করবো।”তিনি আরও বলেন, “দলীয় শৃঙ্খলা ভাঙার চেষ্টা যারা করবে, তাদের জন্য বিএনপির ছাতার নিচে কোনও স্থান নেই। আমাদের রাজনীতি গণতন্ত্র, জবাবদিহিতা ও স্বচ্ছতার উপর দাঁড়িয়ে। এখন জামায়াতের মতো ধর্মব্যবসায়ীরা মানুষের সরলতা নিয়ে খেলছে। তাদের বিভ্রান্তিমূলক রাজনীতি জনগণ আর মেনে নেবে না।
”সমাবেশে বক্তারা বলেন, “স্বৈরাচার ও লুটপাটের বিরুদ্ধে বিএনপি জনগণের পাশে আছে। আমরা আন্দোলনের মাধ্যমে ভোটের অধিকার ফিরিয়ে আনবো।”এদিনের সমাবেশে আসার পথে রায়শ্রী দক্ষিণ ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হঠাৎ স্ট্রোক করে মৃত্যুবরণ করায় শোক প্রকাশ করা হয় এবং তাঁর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আয়েত আলী ভূঁইয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মোঃ সেলিম পাটোয়ারী লিটন, সহ-সভাপতি মোঃ আবু ইউসুফ পাটোয়ারী। বক্তব্য রাখেন যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইকবাল, সাবেক পৌর সভাপতি বেলায়েত হোসেন সেলিম, যুবদলের আহ্বায়ক আলী আজগর মিয়াজি, সদস্য সচিব এহতেশামুল হক গণি, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহবুব হাসান বাবলু, ওলামা দলের সভাপতি মাওলানা মোস্তাফিজুর রহমান, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ মাসুদ আলম, সদস্য সচিব মোয়াজ্জেম হোসেন সিপন, শ্রমিক দলের আহ্বায়ক হেলাল উদ্দিন দুলাল, পৌর শ্রমিক দলের আহ্বায়ক আঃ খালেক, ছাত্রদলের সভাপতি এবি এম পলাশ ও সাধারণ সম্পাদক আজগর হোসেন মিয়াজিসহ বিপুল সংখ্যক নেতা-কর্মী।