হাজীগঞ্জে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সংস্কার কার্যক্রম পরিচালনার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, চাঁদপুর জেলা কমিটির আয়োজনে বুধবার (১৩ আগস্ট) সকালে উপজেলা পরিষদ মিলনাতয়নে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা সংসদের জেলা কমান্ডের আহবায়ক ও মুক্তিযুদ্ধকালীন আঞ্চলিক অধিনায়ক বীরমুক্তিযোদ্ধা শহিদুল আলম রব।
উপজেলা প্রশাসন ও উপজেলা মুক্তিযোদ্ধাদের সার্বিক সহযোগিতায় জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সদস্য সচিব বীরমুক্তিযোদ্ধা মো. মজিবুর রহমানের উপস্থাপনায় সভায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সংস্কার ও পরিচালনায় আহবায়ক কমিটি গঠনকল্পে এবং সশস্ত্র মুক্তিযোদ্ধ ও সহযোগী মুক্তিযোদ্ধার তালিকা প্রণয়নে নাম প্রস্তাব আহবান করা হয়।
এসময় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ পরিচালনায় আহবায়ক কমিটি গঠনে নিজ নিজ নাম প্রস্তাব করেন উপস্থিত ১২ জন বীরমুক্তিযোদ্ধা। তারা হলেন, বীরমুক্তিযোদ্ধা আনোয়ার উল্যাহ্ পাটওয়ারী, মফিজুল ইসলাম, সুলতান আহমেদ, তকদিল হোসেন, হারুন রশিদ, বশির আহমেদ মজুমদার, আবুল কালাম আজাদ, বিএম মহসিন, বিএম আহসান কলিম, মো. আব্দুল হাই, আলী আহম্মদ ও মোখলেছুর রহমান।
একই সময়ে সশস্ত্র মুক্তিযোদ্ধা ও সহযোগী মুক্তিযোদ্ধার তালিকা প্রণয়নে ১২টি ইউনিয়নের যেসব বীরমুক্তিযোদ্ধাগণ নিজ নিজ নাম প্রস্তাব করেন তারা হলেন, রাজারগাঁও ইউনিয়নে জয়নাল আবেদীন, বাকিলা ইউনিয়নে আব্দুল মতিন, কালচোঁ উত্তর ইউনিয়নে আমীর হোসেন, কালচোঁ দক্ষিণ ইউনিয়নে মো. শহিদ উল্লাহ।
সদর ইউনিয়নে মফিজুল ইসলাম, বড়কুল পূর্ব ইউনিয়নে তকদিল হোসেন, বড়কুল পশ্চিম ইউনিয়নে হারুন রশিদ, হাটিলা পূর্ব ইউনিয়নে সৈয়দ আহম্মদ, গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নে আরিফুর রহমান ও সুনিল চন্দ্র দাস, গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নে আবুল কালাম, হাটিলা পশ্চিম ইউনিয়নে মোবারক আলী ও দ্বাদশগ্রামে আবুল বাসার বকাউল।
সভায় বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা সংসদের জেলা কমান্ডের সদস্য বীরমুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম বরকন্দাজসহ যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা মো. আবুল বাসার ও আবুল বাসার প্রমুখ। এসময় উপজেলার প্রায় আড়াই শতাধিক বীরমুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।